www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় মনে রাখতে নেই 2

আজ আজি আমি পৃথিবীর বুক ,
সকলের কাছ থেকে .
আমার এ নাম চিরতরের জন্য মুছে দিতে চাই !

ধরণীর বুকে যেন কেউ না বলে ,
ধরণীতে যেন এমন কোন সাক্ষী না থাকে ,
যে এ নামে আমি একজনকে জানতাম
এই নামে কাউকে যে আমি চিনতাম ,
এই নামে যে আমার এক বন্ধু ছিল !
পৃথিবী আমার আকুল আবেদন ,
আমায় ভুলে যাও ,
আমায় যে মনে রাখতে নেই ,
আমি যে ছোটলোক ,
আমি সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে পারিনা ,
আমি যে সংস্কৃতি বুঝিনা !


আমি যে গায়য়ার গায়য়া ভূত ,
চালচুলহীন একছেলে ,চলাফেরা কেমন যেন ?
দেখো পাশে এসো না ,
চেহেরাটা দুইবার দেখার নয় ,
আমার সাথে মিশিয়ো না ,পাপ যে জমা হয় !
আমায় মনে রাখতে নেই ,
মনে রেখেই হবেইবা কি ?
পাপ ছাড়া যে কিছুই হবে না !
পৃথিবী আমায় ভুলে যেও ,
পৃথিবী আমায় ভুলিয়ে দিও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতায় কবির চরম হতাশা প্রকাশ পেয়েছে।কবিতা সুন্দর হয়েছে।তবে এই সুন্দর কবিতার জনককে আমরা হারাতে চাই না।
    • ওয়াহিদ ১৭/০৯/২০১৩
      ধন্যবাদ ভাই ,
      আমি আপনাদের ছেড়ে যেতে চাই না .....
 
Quantcast