www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল কিশোরী এবং দীর্ঘশ্বাস

মেঘলা গ্রীষ্মের উষ্ণ বিকেলে
যুগপৎ কোন ঘটনার কার্যকারণে
এক কিশোরের হৃদকম্পনে
জেগে উঠে কিছু স্বপ্ন এবং
স্বপ্ন বিলাসের শুরু জীবনের প্রথম বেলায়।

ভালোলাগা সব নিয়ে সেও ছিল সেখানে;
সুশীল সু-নয়না কালো লম্বা চুলের
শ্যাম বর্ণের রূপসী কিশোরী।

মুখে তার হিমালয়ের শান্ত শীতলতা
যুবকের চোখে আগুন লাগানো উন্নত বুক
এক পশলা বৃষ্টি যেন প্রচণ্ড খরায় যখন সে বলে,
আর সুউচ্চ গিরি-ধারার শ্যামল কোমল সবুজ স্বয়ং সে।
যাকে "নীল" বলে সম্বোধন করেছিলাম,
ডেকেছি অনেকদিন সেই নাম ধরে।

অনেক বছর, তারপর সময় তার উপসংহার নিয়ে
হাজির;


কিশোরের হৃ্দকম্পণ মরেছে বহুদিন হয়;
শুধু অনাকাঙ্ক্ষিত এসেছে
ন-হন্যতে ব্যথার প্রচুর খেয়া
এবং দীর্ঘশ্বাস হয়ে অযত্নে বেঁচে আছে
সেই নীল কিশোরী, স্মৃতি এবং স্বপ্নের বিশাল সমন্বয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
    ভীষণ ভীষণ দারুন.......
    ছায়াঘেরা সময়ে মায়াময় জীবনের দীর্ঘশ্বাস
    • ভানম আলয় ২৩/০৯/২০১৩
      তোমাকে বলেছিলাম না, অনেক দিন লিখিনি......... দীর্ঘ প্রায় সাত বছর পর এটা আমার প্রথম লেখা ছিল......... ভীষণ ভাল লাগছে তোমার মন্তব্য পেয়ে... ফর্মালিটিতে গেলাম না...... ধন্যবাদ ছড়াই প্রতি মন্তব্য করলাম।
  • ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩
    --বাহ! দারুণ হয়েছে।--
  • অসম্ভব ভাল লাগলো।বুকে একটা মিষ্টি বাতাস বয়ে গেল।যেন লেখাটি আমার ই জন্য।
  • মৌসুমি ১৭/০৯/২০১৩
    খুব ভালি লাগল...
 
Quantcast