হেমন্তক্ষণ
    তখন আসিল হেমন্তক্ষণ
রঙিন সূর্য বেলা;
কোন অছিলায় ছিলে গো বন্ধু-
আমার দরজা খোলা।
বহুদিন পরে তুমি এলে কাছে
দেখেছি তোমায় চেয়ে;
আমার মনের সকল বাসনা
আসিল তখন বেয়ে।
------
রঙিন সূর্য বেলা;
কোন অছিলায় ছিলে গো বন্ধু-
আমার দরজা খোলা।
বহুদিন পরে তুমি এলে কাছে
দেখেছি তোমায় চেয়ে;
আমার মনের সকল বাসনা
আসিল তখন বেয়ে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ১৫/০১/২০২০অপূর্ব
 - 
        মধু মঙ্গল সিনহা ২০/১২/২০১৭ভালো লাগলো।
 - 
        কামরুজ্জামান সাদ ২৮/১১/২০১৭সুন্দর
 - 
        সোলাইমান ১১/১১/২০১৭অপূর্ব সুন্দর
খুব ভালো লাগলো - 
        সুজয় সরকার ১০/১১/২০১৭ভালো
 - 
        সাইয়িদ রফিকুল হক ১০/১১/২০১৭মধুর।
 
