কত সহজেই
    এসো মোর প্রিয়তম
মোর এ বেলায়;
তুমি আমি মিলেমিশে
থাকি এ খেলায়।
জানি তুমি ভালোবাসো
শুধু আমারেই;
তাই শুধু কাছে আসো
কত সহজেই।
-----
মোর এ বেলায়;
তুমি আমি মিলেমিশে
থাকি এ খেলায়।
জানি তুমি ভালোবাসো
শুধু আমারেই;
তাই শুধু কাছে আসো
কত সহজেই।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭সুন্দর কবিতা।
 - 
        সাইয়িদ রফিকুল হক ০৮/১১/২০১৭আচ্ছা।
 - 
        কামরুজ্জামান সাদ ০৮/১১/২০১৭ছন্দবদ্ধ কবিতা
 - 
        সুজয় সরকার ০৮/১১/২০১৭আপনি সত্যিই ভাগ্যবান।
 - 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/১১/২০১৭তাইতো কাছে
ডাকি বারবার
তোমাকে নাহি
পারি ভুলবার ।
ধন্যবাদ । - 
        সোলাইমান ০৮/১১/২০১৭খুব সুন্দর।
শুভেচ্ছা রইল। 
