আমি দেখি
    তুমি চেয়ে দেখ বৃষ্টিপথ
আমি দেখি তোমাকে;
তুমি পা সরাও জল বুঝে
আমি দেখি পা দুটিকে।
তোমার চোখে ব্যস্ত ব্যকুল
আমি খুঁজি মন মোহ;
তোমার আঁচলে চেয়ে থাকি
এই বাদলের দাহ।
-----
আমি দেখি তোমাকে;
তুমি পা সরাও জল বুঝে
আমি দেখি পা দুটিকে।
তোমার চোখে ব্যস্ত ব্যকুল
আমি খুঁজি মন মোহ;
তোমার আঁচলে চেয়ে থাকি
এই বাদলের দাহ।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        Abdullah Al Mamun ০৪/০৮/২০১৭Nice
- 
        সাঁঝের তারা ০৪/০৮/২০১৭অপূর্ব
- 
        কাজী জুবেরী মোস্তাক ০৩/০৮/২০১৭ওয়াও


