সাথে এসে
    একদিন সাথে এসে হেঁটে গেছ
এই সোনালির পথ;
সেদিন মুখেতে ছিল কত কথা
ছিল গোপন শপথ।
আজ আমি একা হাঁটি এই পথে
মনেতে তোমার কথা;
সকল বিকাল আজ হারিয়েছে
গাছেতে নতুন লতা।
এই সোনালির পথ;
সেদিন মুখেতে ছিল কত কথা
ছিল গোপন শপথ।
আজ আমি একা হাঁটি এই পথে
মনেতে তোমার কথা;
সকল বিকাল আজ হারিয়েছে
গাছেতে নতুন লতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাঁঝের তারা ০২/০৮/২০১৭খুব ভালো
- 
        সংহিতা ০১/০৮/২০১৭অসাধারন ...
- 
        নাবিক ০১/০৮/২০১৭বেশ ভালো 👌


