কোন তালে সুর ধরো
    আজ দেখি বসে আছ একা
আপনার বারান্দায়;
কোন তালে সুর ধরো তুমি
কোন দূর হাওয়ায়।
নয়নেতে জল এসে গেছে
অবেলায় চারিদিক;
তোমার কাজল ভেসে গেছে
আমি দেখি ঠিক ঠিক।
-----
আপনার বারান্দায়;
কোন তালে সুর ধরো তুমি
কোন দূর হাওয়ায়।
নয়নেতে জল এসে গেছে
অবেলায় চারিদিক;
তোমার কাজল ভেসে গেছে
আমি দেখি ঠিক ঠিক।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোজাহিদুর ইসলাম ইমন ০১/০৮/২০১৭বাহ্
- 
        সংহিতা ৩১/০৭/২০১৭খুব সুন্দর ...
- 
        সাঁঝের তারা ৩১/০৭/২০১৭সুন্দর ...


