কোন খেয়ালে আঁকলে প্রিয়
    কোন খেয়ালে আঁকলে প্রিয়
ভালোবাসার এ ছবি;
মনের মাঝে ফোটালে ফুল
আপন করে সবই।
আমার ভূবন সুরভিত
তোমার মধুর গানে;
এমন যেন থাকতে পারি-
তোমার ও মনে মনে।
------
ভালোবাসার এ ছবি;
মনের মাঝে ফোটালে ফুল
আপন করে সবই।
আমার ভূবন সুরভিত
তোমার মধুর গানে;
এমন যেন থাকতে পারি-
তোমার ও মনে মনে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        তাবেরী ১৮/০৭/২০১৭অনেক সুন্দর।
 - 
        সাঁঝের তারা ১৮/০৭/২০১৭খুব ভালো
 - 
        কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭অনবদ্য কবি।
 - 
        ন্যান্সি দেওয়ান ১৭/০৭/২০১৭Beautiful
 - 
        নাবিক ১৭/০৭/২০১৭
অনেক ভালো লাগলো।। 
