অপার করুণাসীন
    পঙ্কিল পথে ছুটেছে মন
প্রয়োজন আত্মশুদ্ধি;
শুদ্ধতা শুধু ফেরাতে পারে
হবে যশ-মান-বৃদ্ধি।
মন রাখো শুধু ঈশ্বরেতে
শান্তি তাতে সীমাহীন;
তোমাতেই প্রভু মন সপি
অপার করুণাসীন।
-----
প্রয়োজন আত্মশুদ্ধি;
শুদ্ধতা শুধু ফেরাতে পারে
হবে যশ-মান-বৃদ্ধি।
মন রাখো শুধু ঈশ্বরেতে
শান্তি তাতে সীমাহীন;
তোমাতেই প্রভু মন সপি
অপার করুণাসীন।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাঁঝের তারা ১৪/০৭/২০১৭শান্তি হোক সীমাহীন ...
 - 
        আব্দুল হক ১৪/০৭/২০১৭সুন্দর
 
