www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাতপাশা

জন্ম হিঁদুর ঘরে, পৈতে উঠেছে গায়ে;
কল্যাণ আশ্রয়ে আছি তোমাদের ছায়ে।

সকালে দিয়েছি বার্তা- জাতীয় সংহতি;
সবার মধ্যে দেখি আমার উন্নতি।

গৃহ মাঝে পূজা দিই, আমি ধর্মপ্রাণ;
তবুও কোথাও ভাসে নিরপেক্ষতার ঘ্রাণ।

মন্দির- মসজিদ- গির্জাতে দীপ জ্বালি;
নিজের প্রয়োজনে দলিতে গলাগলি।

ইমাম করেছি খুশি, নিজে ইফতারে-
পবিত্র মনেতে আছি প্রতি শুক্রবারে।

আরতী করেছি আমি যত সতীপীঠে
আমার শুভেচ্ছা আছে কালীতীর্থঘাটে।

ধর্ম আমি বুঝি, আমি ধর্মের সদাগর;
আমিই প্রকৃত হিন্দু,  ওঁরা ধূর্ত অবতার।
         ----------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast