রূপ-২
    আকাশ তলে রূপ জ্বলেছে-
চলনা সবাই দেখি;
সেই রূপের কয়েক ছটা-
গোপন ঘরেতে রাখি।
মোর ঘরে রূপের অভাব-
সবার মাঝেতে আমি;
আমার কাছে যে ধন আছে
তা রূপের চেয়ে দামি।
------
চলনা সবাই দেখি;
সেই রূপের কয়েক ছটা-
গোপন ঘরেতে রাখি।
মোর ঘরে রূপের অভাব-
সবার মাঝেতে আমি;
আমার কাছে যে ধন আছে
তা রূপের চেয়ে দামি।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ২৬/০৩/২০২০অনন্য
- 
        সোলাইমান ২৫/০১/২০১৭বাহ খুব সুন্দর কবি,,
- 
        মুহাম্মদ রুমান ২৪/০১/২০১৭good
- 
        সাইয়িদ রফিকুল হক ২৪/০১/২০১৭বেশ তো।
- 
        anjon Ch acharjee ২৪/০১/২০১৭ভালো।


