আড়াল
    আজ ভাবি, তোমার আড়াল-
সহিব কেমন করে!
তোমাকে ধরে রাখিব আমি-
আমার এ বাহুডোরে।
দুর্ভাবনা ছোটো করে দেয়-
তোমাকে যে হারানোর;
হারাতে চাইনা তোমাকে যে-
কাছে থেকো শুধু মোর।
------
সহিব কেমন করে!
তোমাকে ধরে রাখিব আমি-
আমার এ বাহুডোরে।
দুর্ভাবনা ছোটো করে দেয়-
তোমাকে যে হারানোর;
হারাতে চাইনা তোমাকে যে-
কাছে থেকো শুধু মোর।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ২৬/০৩/২০২০অনন্য কাব্য
- 
        সোলাইমান ২১/০১/২০১৭ছন্দে ছন্দে দারুণ উপস্থাপনা শুভেচ্ছা প্রিয় কবি
- 
        প্রদীপ চৌধুরী. ২০/০১/২০১৭ভালো
- 
        সাইয়িদ রফিকুল হক ২০/০১/২০১৭ভালো।
- 
        পরশ ২০/০১/২০১৭জাক্কাস
- 
        মেহেদী হাসান (নয়ন) ২০/০১/২০১৭খুব ভালো


