প্রণয়
    তোমার কথা, কাজের ছলে-
আমি বুঝি নিবেদিত;
তোমার কাছেতে যেতে আমি-
ভীষণ যে উৎসাহিত।
সেইদিন জোছনায় দূরে-
হাতখানি হল ধরা;
হৃদয়ের ভাষা গাঢ় হয়-
প্রণয় পথেতে মোরা।
-----
আমি বুঝি নিবেদিত;
তোমার কাছেতে যেতে আমি-
ভীষণ যে উৎসাহিত।
সেইদিন জোছনায় দূরে-
হাতখানি হল ধরা;
হৃদয়ের ভাষা গাঢ় হয়-
প্রণয় পথেতে মোরা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোলাইমান ২১/০১/২০১৭
- 
        সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০১৭বেশ লাগলো।
- 
        প্রশান্ত কুমার ঘোষ ১৯/০১/২০১৭ভলো লাগলো
- 
        দ্বীপ সরকার ১৯/০১/২০১৭সুন্দর


 
        
    
    
        
        
        
অনেক আন্তরিক শুভেচ্ছা