শুভেচ্ছা
    চেয়ে দেখো,দূরের আকাশে-
উঠিয়াছে রামধনু;
তাহার অঙ্গে ডুবিয়ে নাও-
তোমার সজল তনু।
শুভক্ষণেতে এই রং যেন-
প্রকৃতির উপহার;
তোমারে পাঠাই আন্তরিক-
প্রীতি এ সন্ধ্যা বেলার।
------
উঠিয়াছে রামধনু;
তাহার অঙ্গে ডুবিয়ে নাও-
তোমার সজল তনু।
শুভক্ষণেতে এই রং যেন-
প্রকৃতির উপহার;
তোমারে পাঠাই আন্তরিক-
প্রীতি এ সন্ধ্যা বেলার।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মুহাম্মদ রুমান ০২/০২/২০১৭খুব সুন্দর
- 
        সোলাইমান ২১/০১/২০১৭চমৎকার লিখেছেন... শুভকামনা জানাই l
- 
        বিশ্বামিত্র ১৯/০১/২০১৭খুব ভাল লেগেছে। কবি শুভেচ্ছা রইল।
- 
        আব্দুল হক ১৭/০১/২০১৭ভালো কবিতা
- 
        কাকলি মল্লিক ১৬/০১/২০১৭খুব ভালো লাগল।
- 
        রইস উদ্দিন খান আকাশ ১৬/০১/২০১৭সুন্দর
- 
        সাইয়িদ রফিকুল হক ১৬/০১/২০১৭বেশ।


