আশ্রয়
    সহজে যে পেয়েছি তোমায়-
সহজ মুরতি খানি;
কোনোদিন শীতের বেলায়-
ছায়ার আঁচল টানি।
সহজ ভাবে পেয়েছি বলে-
তাই হারানোর ভয়;
বাকি জীবন কাটাতে দিও-
দিয়ে তোমার আশ্রয়।
-------
সহজ মুরতি খানি;
কোনোদিন শীতের বেলায়-
ছায়ার আঁচল টানি।
সহজ ভাবে পেয়েছি বলে-
তাই হারানোর ভয়;
বাকি জীবন কাটাতে দিও-
দিয়ে তোমার আশ্রয়।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোলাইমান ২১/০১/২০১৭খুব ভালো লাগল প্রিয় কবি শুভেচ্ছা রইল।
- 
        আব্দুল হক ১৫/০১/২০১৭ভালো হয়েছে!
- 
        সাইয়িদ রফিকুল হক ১৫/০১/২০১৭বেশ! বেশ!
- 
        রাবেয়া মৌসুমী ১৫/০১/২০১৭বাহ্ খুব সুন্দর!সহেজ পেলে এমনটিই হয়।


