শীত
    আজি শীতের সকাল বেলা-
শিশির ভেজা ছোঁয়ায়;
তোমায় ভাবি আপন মনে-
সেদিনের উষ্ণতায়।
আজকে তুমি কেমন আছ?
এমন শীতের দিনে;
কেমন ভাবে জানলা খোলো-
তোমার সে বন্ধু বিনে।
------
শিশির ভেজা ছোঁয়ায়;
তোমায় ভাবি আপন মনে-
সেদিনের উষ্ণতায়।
আজকে তুমি কেমন আছ?
এমন শীতের দিনে;
কেমন ভাবে জানলা খোলো-
তোমার সে বন্ধু বিনে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোলাইমান ২১/০১/২০১৭
- 
        মোঃ জুলফিকার আলী ১৫/০১/২০১৭অনেক সুন্দর। ধন্যবাদ।


 
        
    
    
        
        
        
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম ।