সংসারের আজব খেলা
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
চোখ মেলে জগৎ দেখি,
চোখ বুজলে যাই আন্ধারে!
কী আজব খেলা চলে সংসারে—
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
এ সংসার-সাগরেতে
দিলাম নাও ছেড়ে
বাহারি যাত্রী নিয়ে...
কেউ মধ্য পথে নাও ছেড়ে যায়
বিবেকের ডাক এলে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
জীবনের আশাতে
জং ধরে, জং মুছে
সূর্য রশ্মি জীবন আলোকিত করে.....
কুল বিনাশী ঝড় এসে
ফিরে যায় সাগরে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
চোখ মেলে জগৎ দেখি,
চোখ বুজলে যাই আন্ধারে!
কী আজব খেলা চলে সংসারে—
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
এ সংসার-সাগরেতে
দিলাম নাও ছেড়ে
বাহারি যাত্রী নিয়ে...
কেউ মধ্য পথে নাও ছেড়ে যায়
বিবেকের ডাক এলে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
জীবনের আশাতে
জং ধরে, জং মুছে
সূর্য রশ্মি জীবন আলোকিত করে.....
কুল বিনাশী ঝড় এসে
ফিরে যায় সাগরে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ০৫/০৮/২০২৫এই কাব্য সুর দিলে তো আরও অসাধারণ হবে💜
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৮/২০২৫সুন্দর
-
ফয়জুল্লাহসাকি ২৯/০৭/২০২৫ভাবতে থাক হয়তো সঠিক দিশা পেয়েও যেতে পার
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২৫সুন্দর চমত্কার
-
নুর হোসেন ২৮/০৭/২০২৫অনবদ্য
-
জে এস এম অনিক ২৮/০৭/২০২৫সুন্দর