তৃষ্ণার জল
    তৃষ্ণার জল হয়ে তুমি
থেক আমার পাশে।
মরুপ্রায় তৃণলতায়,
সমুদ্রে থেক মিশে।
ফুল হও শাখে শাখে,
দেখা দিও বৈশাখে।
অরুনের রাঙা আলোয় ভরে,
স্পর্শে নিও আপন করে।
তৃষ্ণার জল তুমি,
মিটিয়ও হৃদয়ের পিপাসা।
তোমায় ঘিরে বুনা যত,
স্বপ্ন আশা।
উৎকন্ঠিত চোখের ভাষা,
না বলা কথা গুলো ।
বুঝে নিও নিজের করে,
পাশে রেখও হাতে হাত গুলো ।
থেক আমার পাশে।
মরুপ্রায় তৃণলতায়,
সমুদ্রে থেক মিশে।
ফুল হও শাখে শাখে,
দেখা দিও বৈশাখে।
অরুনের রাঙা আলোয় ভরে,
স্পর্শে নিও আপন করে।
তৃষ্ণার জল তুমি,
মিটিয়ও হৃদয়ের পিপাসা।
তোমায় ঘিরে বুনা যত,
স্বপ্ন আশা।
উৎকন্ঠিত চোখের ভাষা,
না বলা কথা গুলো ।
বুঝে নিও নিজের করে,
পাশে রেখও হাতে হাত গুলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭অনুপম
 - 
        সাঁঝের তারা ২২/০৪/২০১৭সুন্দর...
 - 
        মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭ভাল লাগল।
 
