www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিংবদন্তী শিল্পী

কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম আর নেই। আজ তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল। সেখানে গিয়েছিলাম। সেখানে জনতার ঢল নেমেছিল। এতে বুঝা গিয়েছে যে তিনি খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন শর্মা ২৮/০৯/২০১৪
    আমরা একজন গুনি শিল্পীকে হারালাম
  • সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪
    RIP Firoza begum
  • সহিদুল হক ১৪/০৯/২০১৪
    তিনি তর্কাতীতভাবে জনপ্রিয় ছিলেন আজীবন,
  • অয়ন চক্রবর্ত্তী ১১/০৯/২০১৪
    ফিরোজা বেগম

    ---নজরুলের গানকে যিনি প্রথম 'নজরুল সঙ্গীত' হিসেবে আখ্যায়িত করেন এবং প্রচার করেন ।
    ---কবির বাকশক্তি ও স্মৃতি শক্তি হারানোর পর যিনি অনেক গানের সুর ও স্বরলিপী তৈরী করেন ।
    ---শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চার জন্য যিনি প্রথম 'নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ' প্রতিষ্ঠা করেন।
    --- কবির কাছে যিনি অনেক বছর সঙ্গীতে তালিম নেয়ার সৌভাগ্য লাভ করেন।
    --- যাকে আদর করে কবি 'বুলবুল' বলে ডাকতেন।

    তাঁর মহাপ্রয়ানের অর্থ হচ্ছে নজরুল নামক গ্রহ থেকে চাঁদের পতন । কবি সম্পর্কে অনেক আজানা কথা ছিলো তাঁর কাছে, যা মৃত্যুর ক'য়েকদিন আগেও বলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, শোনা হল না, জানা হলো না । আমরা শুধু শিল্পীকে হারাই নি, একটি জীবন্ত ইতিহাসকেও হারালাম ।

    ঈশ্বর তাঁকে ভালো রাখুন, তাঁর আত্মা শান্তি লাভ করুক ।
  • আবু সাহেদ সরকার ১১/০৯/২০১৪
    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
 
Quantcast