www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যে ব্যথা দিয়েছে সুখ

সেদিন আমি অবহেলিত
বঞ্চিত গানের সভা হতে
অবিশ্রান্ত হাসি মুখে,
শুধু হেসেছি মাঝে মাঝে কেঁদেছি
না,চোখের জল মুছবেনা কিছুতেই;
হয়তো বা বয়ে যাবে নদীর স্রোত ।
আমি একা বসে কাঁদবো,
ডাকবে না আর কেউ ।
পরিযায়ী পাখির মতো
আসে যদি কেউ
তাকে বাঁধবোনা আর
উড়িয়ে দেব সেই পথে ।
যে ব্যথা দিয়েছে সুখ
তাকে আমি বেঁধে রাখি বুকের মাঝে,
মুক্তি দিলেও যায় না সে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast