www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর জন্য

তোর জন্য সকালের সবটুকু রোদ রেখেছি,
হাতের মুঠো খুলে দেখ,
স্বপ্নে দেখা সত্যি চাঁদ রেখেছি;
একবার আঁখির পরে চেয়ে দেখ,
চোখের নদীতে তোর তরী ভাসিয়েছি;
আসবি বলে,
মেঝেতে রামধনুর আল্পনা একেছি;
তুই গাইবি বলে,
নতুন ছন্দে গাঁথা রাগ লিখেছি;
তোর জন্য আমি সব করতে পারি,
শুধু আয়
একটি বার আয়,
এই পাগোলটার কাছে আয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ২১/০১/২০১৪
    রোদ ও চাঁদ যত্নে রেখো
    ভাসাও তরী ধীরে,
    আল্পনা আর ছন্দ সাজাও
    আসতেছে সে ফিরে।
 
Quantcast