www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠাকুমা ও মুন্নি

- সুব্রত সামন্ত (বুবাই)

— জানো ঠাম্মি আজ আমরা সুদূর মঙ্গলগ্রহেও পাড়ি দিতে পারি।
— এ মাটির সহবাসে বাস করা তাই তোরা ভুলেছিস।
— জানো ঠাম্মি আমরা আজ চাঁদকে নামিয়ে নিয়ে আসতে পারি পৃথিবীতে।
— ভুলিস না ! তোরা একটা মানুষকে আর একটা মানুষের থেকেও আলাদা করিস খুব সহজে। যেমন ধর একটা নদী কিংবা
একটুকরো কাগজ কিংবা কলমেই।
— তোমার কি কোনো সন্দেহ আছে ঠাম্মি, আমাদের ক্ষমতা নিয়ে ?
— দিনরাত তাই তোরা বসবাস করিস বুকে আতঙ্ক নিয়ে।
— জানো ঠাম্মি আজ আমাদের সমস্যা কমেছে অন্নের।
— তা কিরকম শুনি ! যেমনটা কম কাপড় পড়ে চাহিদা মেটাছিস বস্ত্রের।
— ও ঠাম্মি তোমরা খুব বেশি ব্যাকডেটেড।
— কিন্তু তোরা তো এই কম্পিউটারের যুগেও নিজেকে মানুষ করে, আজো করতে শিখলিনা আপডেট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চারু মান্নান ১৫/০১/২০১৪
    বাহ সুন্দর কবি,
    মাঘের শীতে বাঘ কান্দেরে,,,,,
 
Quantcast