www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক পশলা সুখের কবিতা

হিসেব করলে, এতদিনে নিশ্চয় চিত্রগুপ্তের খাতা ভরে যেত।
আর কাল ধরলে, ছাপিয়ে যেত সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তও।
হ্যাঁ ঠিকই ধরেছেন, এরই নাম বসন্ত।

দিনের সমস্ত কোলাহলের আড়ালে
বিচ্ছেদের নীল বিষাক্ত ছোবল নিয়ে
অপেক্ষা করছি এবং করব।

ভালবাসলে যা যা হয়
তোমাকে একফালি প্রথম দেখবার পর থেকেই ;
সেইসব দৃষ্টিভোগের খর্পরে পড়ে, আমি তেমনই অস্থির
খাপছাড়া হয়ে, নিকোটিন কিংবা অ্যালকোহলের সাথে সুষম বণ্ঠনে
অনন্ত সহবাসে একতারা না হয়ে যাই কোথায় ?

তোমার ঠোঁটের কোনের সামান্য হাঁসিটিই
আমার এক পশলা সুখ।
তবু কেনও বারনের কার্নিশে বেদনায় এত আয়োজন ?
সুখের নিভৃত নীড়ে এশট্রের নির্লিপ্ত আসা-যাওয়া ?

এরপরও তুমি কীভাবে চুপ থাকো, রূপা
তুমি জানো না ! ভালোবাসা ঠিকমতো ব্যবহার না করলে
অল্পদিনেই তা জঞ্জাল হয়ে যায়।

সুব্রত সামন্ত
২১.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast