www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুই আসবি তো

তুই আসবি তো

- সুব্রত সামন্ত (বুবাই)


শরীরে আমি এতগুলো দশক মাখলাম
কিন্তু তুই তো এলি না ?
সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে আমি
বাসযোগ্য করলাম।
সমৃদ্ধি-মহানগরীর পসরায় বছরটাকে ভরিয়ে
গত বছরই সারলাম গৃহপ্রবেশ।
কিন্তু কই তুই তো এলি না ?

তোর জন্য নিজেকে আমি এখনো ভাগাভাগি করিনি !
তোর জন্য আমি এখনো নিজেকে বিশ্রাম দিই নি !
তোর আচ্ছন্ন নেশাতেই আমার আশ্রুশাস্ত্র অধ্যয়ন
এখনো সমুদ্রসমান।
কতরকম স্বপ্নে আর রকম রকম ভাবনাতে
আমি কবেই সর্বশ্রান্ত।
কিন্তু তুই তবু তো এলি না ?

তোর জন্য গোছ করে রেখেছি আমি আমার
তিমির হনন জীবনযাপন।
ক’দিন আগেও নথীভূক্ত করেছি
ঠিকানাবিহীন সুখের আনন।
তুই একখানামাত্র ঘর চেয়েছিলি
আর আমি তোর জন্য সমগ্র আকাশটাকে সাজিয়ে রেখেছি।
তুই নিবি তো ?
আসবি তো ?
আমাকে ভালোবাসবি তো ?
কিরে, কিছু বল না ?


সুব্রত সামন্ত
10.02.2015
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast