www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু একটিমাত্র শর্তে তুমি যা যা পেতে পারো (কাব্যগ্রন্থঃ তুমিই কিগো সেই মেয়েটি)

গ্রামের এই মাটির বাড়ি ;
তুলসিতলা , ধানের মড়াই
সজনে গাছ , চারখানা হাঁস ;
ঘরের ভিতর দেখছো যাদের
খুব কাছের ক’টি মানুষ...
একদিন এসব
তোমার হলেও হতে পারে !
তার জন্য— আমার উপর বিশ্বাস রেখে :
তোমাকে ‘আরো কটাদিন’ ধৈর্য্যভরে থাকতে হবে।

নিদ্রাহীন রাতগুলোতে স্মরণে রাখা রাতজাগা ;
নির্জন দুপুরগুলোতে কোকিলের ডাকে মূর্ছা যাওয়া ;
জীবনটাকে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে মেলে ধরা...
আমি বলছি যখন— তখন জেনো—
একদিন এতসব শুধু তোমারই হবে।
অবশ্য তার জন্য— তোমাকে একটি কাজ করতে হবে :
আমাকে ‘তোমার নিজের করে’ ভাবতে হবে।

জীবন হবে কবিতা-নির্মিত ;
প্রাপ্তি হবে স্বপ্ন-রঙিন ;
আমাদেরকে দেখে চর্চা হবে প্রোথিতযশা...
শুধু তার আগে তোমাকে নিজেকে—
‘আমার হাতেই’ সপতে হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast