www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমিই কিগো সেই মেয়েটি(কাব্যগ্রন্থঃ তুমিই কিগো সেই মেয়েটি)

ঠিক এরকমটাই কথা ছিলো :
প্রথম দেখেই—
একইসাথে
নিঃস্ব এবং মুগ্ধ হব।
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

রোজ রাতে ,
যাকে আমি আমার স্বপ্নে দেখি ;
ইচ্ছেমতো ভাঙি গড়ি।
যাকে আমি নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি।
যার সাথে— আমি আমার এক’শ জনম কাটাতে রাজি।
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

হঠাৎ করে, যখন-তখন যাকে নিয়ে আকাশ-জমিন এত ভাবি ;
এত দূরে থেকেও সবসময় বুকের মধ্যে ছুঁতে পারি ;
যার জন্য দুরন্ত ষাঁড়ের সাথে লড়তে পারি ;
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিতে পারি ;
সারা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে লড়তে পারি...
‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

যার দু’চোখে দু’চোখ রেখে সকল কিছু পেতে পারি ;
যার দু’হাতে দু’হাত রেখে সারাটা পথ চলতে পারি ;
এক সুখকে হাজাররূপে পেতে পারি...
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

যার কপালে সিঁদুর দেবো ;
বিয়ের পর , যাকে সাথে নিয়ে দীঘা নয়ত পুরী যাবো ;
যাকে আমি আমার মেয়ের মা বানাবো ;
যার জন্য আবারও দুঃখ ঘুচানোর জন্য দুঃখ পাবো ;
যার কথা ভেবে ভেবে রাত জাগব
আর দিনরাত্রি এক করে অপেক্ষা করব ;
যার কাছে আমি আমার এক পৃথিবী প্রত্যাশা রাখব ;
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

আমার মনের ভিতর জমানো আশা-প্রত্যাশাগুলো
যাকে পেলে বাস্তবকে ছুঁতে পারবে ;
যার সাতরঙা ভাবনা আমাকে মাতাল করে
ঝোড়ো হাওয়ার মতো উড়িয়ে নিয়ে যাবে ;
অচেনা-দুঃখী এই পৃথিবীটাকে নিমেষের মধ্যে
চেনা-সুখী পৃথিবী করে উপহার দেবে ;
যে আমার যন্ত্রণাময় ধ্বংসস্তূপগুলোকে
আবার দোল জাগানো আনন্দে রূপান্তরিত করবে ;
যে আমার সুখে-দুঃখে , রোগে-জ্বালায় সবসময় সাথে থাকবে ;
যে আমাকে কথা রাখার কথা দেবে...
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

যার কথা লোকসম্মুখে একশভাগই গোপন করব ;
অথচ মনে মনে ভীষণরকমের অস্থির হব।
পুরুষজাতির মহা-সর্বনাশ করে, বারবার নারী-বন্দনায় সামিল হব ;
সবার অলক্ষ্যে থেকে—
দিনরাত যার পাশে পাশে থাকব ;
যার জেদের কাছে হার মেনে নিজেকে আমি কয়েকটুকরো করব।
যার শখ-আহ্লাদ রাখতে গিয়ে দিনের পর দিন অভার-টাইম করব।
মাসের শেষে চটা সুদে পয়সা ধার করব।
আর তাতেও না হলে আমার সকল কিছুই নাহয় বন্ধক রাখব।
কখনো সিরিয়াস , কখনো ছেলেমানুষিপনা করে
অবলীলায় একটা আস্তজীবন কাটিয়ে দেবো।
টি.ভি.-তে আমার প্রিয় নিউজ চ্যানেল ছেড়ে দিয়ে
পাশে বসে , পাশাপাশি ‘স্টার-জলসায়’ সিরিয়াল দেখব।
বকুনি দেওয়ার অধিক বকুনি খাবো।
যাকে ভয় দেখিয়ে ভয় পাবো।
মজবুরিতে পরে যার হ্যাঁয়ের সাথে হ্যাঁ , আর নায়ের সাথে না মিলাবো।
শুধু যার জন্য—
সবসময় আমার মনের সবকটা গোপন দরজা খোলা রাখব।
হৃদয়ে বাকি সবার প্রবেশ নিষেধ করব।
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?

সত্যি কথা বলতে কি—
এ জীবনে চাইছি যাকে
আর এরপরেও জন্মেও এমনি করে , একইভাবে চাইবো যাকে ;
আর কোনোদিনই হত না বলা যেসব কথা ;
এবার থেকে সেই কথাগুলোই এক এক করে বলব যাকে ;
: ‘তুমিই কিগো সেই মেয়েটি’ ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast