www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শাপমোচন

তুমি যদি মেঘ হও !
আমি তবে বাতাস হয়ে
তোমাকে অন্য ঠিকানায় উড়িয়ে নিয়ে যাব ।

তুমি যদি পাহাড় হও !
আমি তবে দু'চোখ ভরে তোমায় দেখব ;
আর তোমার ঝরর্ণায় নিজেকে দু'দন্ড ভেজাব ।

তুমি যদি নদী হও !
আমি তবে মোহনায় টানে
তোমার সাথে নিজেকেও ভাসাব ।

তুমি যদি স্বপ্ন হও !
আমি তবে বাস্তবতায় খুব কাছাকাছি তোমাকে
নামিয়ে নিয়ে আসব ।

তুমি যদি আকাশ হও !
আমি তবে টুকরো টুকরো মেঘে
আর রাতের হাজার তারায় তারায় তোমাকে কানায় কানায় সাজাবো ।

তুমি যদি শশ্মান হও !
আমি তবে লাশ আর কাঠ হয়ে
অবিরাম অনরত জ্ব্লব ।

আর তুমি যদি মানবী হও !
আমি তবে দুঃখ নিয়ে তোমাকে ছোঁবো ;
আর ছুঁয়েই থাকব ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast