www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চকমকি

সে চলে গেছে।

সাথে করে নিয়ে গেছে ;
দীর্ঘ ত্রিশ বছর ধরে
একটু একটু করে গড়ে তোলা
আমার সব স্বপ্নকে।
ভেঙে দিয়ে গেছে ;
আমার সাতরঙা প্রত্যাশাকে।
নিয়ে গেছে লাল বেনারসিতে আঁকা
কপালে এতবড় একটা টিপ পড়া
আমার একান্ত সেই কিংবদন্তি-মূর্তিটিকেই।
তখন বিপুল যন্ত্রণাতে দুমড়ে-মুচড়ে গিয়েছিল আমার বুক ;
তবু সেসব কথা আমি ঘুণাক্ষরেও কাউকে জানতে দিই নি।
পাছে , সেসব জানাজানি হয়ে—
রূপা-র বিয়েতে কোনো অনর্থক গণ্ডগোল পাকে !

কাল পর্যন্ত রূপা ছিল
একজনই।
আর আজ—
‘এই রূপার অন্য আর এক রূপা’
সারাটাক্ষণ আমাকে দেখাশোনা করে।

আমার সবকিছু নিয়ে
চিরদিনের মতো সে চলে গেছে ;
আর আমার জন্য রেখে গেছে :
কোনোদিন শেষ করতে না পারা
অন্য আর এক রূপাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য সুব্রত দা
  • খুব সুন্দর লিখেছেন।রূপা চলে গেছে তবুও রূপারা থাকে পাশে পাশে।
  • যে যাবার সে চলে যাবে
    যে থাকার সেই রয়ে যাবে।
    খুব ভালো লেগেছে কবিতা
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    মন ছুঁয়ে যায়
 
Quantcast