www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখ

তোমার সাথে যদি কখনো দেখা হত
তাহলে জিজ্ঞাসা করতাম
কি ছিলো তোমাদের ?

আর
আমাদেরকে দ্যাখো
কি নেই আমাদের ?

যখন-তখন হলকা মারা মাথা ব্যথা আছে।
উথাল-পাথাল করা অশান্ত সময় আছে।
দাপিয়ে বেড়ানো বিভেদ আছে।
নতুন নতুন আতঙ্কে বিভীষিকাময় পৃথিবী আছে।
বাজীমাৎ করা প্রতিযোগিতা আছে।
কারো ভালো না ভাবা ভালোবাসা আছে।
লাঞ্ছিত করা সমাজ আছে।
অসহায় সত্যকে খুন করার দুর্নীতি আছে।
শান্ত মিছিলে গুলি করার শাসন আছে।
সন্তান হারানো মায়ের আত্মনাদ আছে।
পেয়েই হারিয়ে ফেলার যন্ত্রণা আছে।
গুমড়ে ওঠা কান্না আছে।
একে অপরের ওপর হামলে পড়ে কামড়ে দেওয়ার রেওয়াজ আছে।
পাপকে পেটের মধ্যে মেরে ফেলার মাপ আছে।
হিংসাকে মনের মধ্যে পুষে রেখে বাস করার কদর আছে।
আরো আছে...
কত শুনবে ?

মহাভারতের রাজা-প্রজার জীবনে
দৌপদ্রীর একবারই বস্ত্রহরণ হয়েছিল !
আর এ যুগে আমরা তো রোজ রোজ দেখি।
তখন একজন কুন্তি একজন কর্ণকেই বিসর্জন দিয়েছিল !
আর আমরা হাজার হাজার ভ্রূণ-কর্ণকে বিসর্জন দিচ্ছি।
রামায়নের সীতা-হরণ আজ প্রতিদিন হয়।
কিন্তু অগ্নিপরীক্ষা দরকার হয় না।

আর এসব থেকেও যা নেই আমাদের
তা হল লজ্জা।
দুঃখ হয় এই ভেবে যে :
এতসব ঘটবার পরেও
তবু মানবতা আমাদের মনে বাসা বাঁধতে পারে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৯/০৯/২০১৩
    আমাদের মনে মানবতাবোধ জাগ্রত হয় না কেন,এই আক্ষেপ কবিতাটিতে প্রকাশ পেয়েছে।
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    অসাধারণ ভাবনা
 
Quantcast