www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার মূলমন্ত্র

ভালোবাসার মূলমন্ত্র
সুব্রত সামন্ত

অনবরত তোমার কথা ভাবছি।
বিদেশী আঁঠার মতো আমার দু’চোখলটকে আছে
রেশমি লোমে ঢাকা, তোমার ঐ সুদৃশ্য-সুন্দর দুই বুকে।
রাইফেল উদ্যত গুলির মতো সে ভেদ করে চলেছে
তোমার প্রতিটা বাঁক, ভাঁজ আর রেখা।
তোমার একগুচ্ছ লাবন্যকে সে হাতে নিয়েছে আগেই।
এখন তোমার এলোচুলে, নাভীর সুদূর বটমূলে
ঝুল খেতে খেতে
অসংখ্য অজস্র আনন্দের সাথে গড়ে চলেছে অনহীন সখ্যতা।
তুমি সেসব কিছুই জানো না মেয়ে...

রক্তপাত ছাড়াই—
জীবনকে সব রকমের সুযোগ-সুবিধা এনে দিতে
এভাবেই সে প্রতিদিন গেয়ে চলেছে
‘ইনকিলাব-জিন্দাবাদ’।

রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
আডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast