www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বউদিকে লেখা চিঠি

আমার প্রিয় সোনা-খুনসুটি বউদি
তোমরা সবাই কেমন আছো ?
নিশ্চয় ভালো।
আমিও ভালো আছি। আর তোমাদের জন্য একটা সুখবর আছে।
মাকে বোলো আমি আগামি সোমবার বাড়ি ফিরছি।
পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার গিয়ে কিন্তু খুব হৈ চৈ করব।
তার মধ্যে যে শুধু একটা চাকরি পেলে হয় !
আর শোনো গতবারে চিঠিতে তুমি জানতে চেয়েছিলে না
আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা ?
তার উত্তরে জানাই না।
সত্যিই বউদি গার্লফ্রেন্ডহীন যৌবন ঠিক যেন
রুমেতে এসি আছে কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই
এমন।
মাঝে মাঝে আমার কি মনে হয় যেন ভাবী
মনে হয় এখনকার প্রতিটা মেয়েই খুব চালাক এবং সচেতন।
তাই যতদিন না তোমার মতো একটা বোকা মেয়ের দেখা পারছি
ততদিন আমিও একাই থাকব।
তোমার চেনা-শোনা এরকম কোনো মেয়ে হাতে আছে নাকি ভাবী ?
থাকলে বল।
তুমি বোধহয় নিশ্চয় ভাবছ, তোমার দেওরের আর দেরি সইছেনা !
সে একেবারেই গেছে !
সেটা মোটেই ঠিক নয় ভাবী।
আসলে কি জানো
সভ্যতা বজায় রাখার জন্য
সঠিক বয়েসে সঠিক জিনিসের দরকার।
এটাই কিন্তু সারসত্ত
অথচ তোমাদের সমাজে তা হবার কোনো জো নেই।

আজ অনেক রাত্রি হয়ে যাচ্ছে বউদি
কলম এখন না থামালেই নয়।
বাকি সব কথা বাড়ি গিয়ে হবে
তুমি আর দাদা আমার ভালোবাসা নিও।
মা-বাবাকে আমার প্রণাম দিও।
আর ছোটো রাহুলকে আমার অনেক অনেক আদর।
ইতি তোমার আস্কারাধন্য
বাঁদর দেওর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast