কখনো আসিবেনা তুমি
    কখনো আসিবেনা তুমি,
কখনো আসিবেনা কদম বৃক্ষের তলে ;
শুধু শ্রাবণ একবার আসিয়া যাবে চলে।
একা বক পাখিটি ঘুরে ফিরে মরবে -
দূর সমুদ্রের 'পরে
অমানিশার পরে পূর্ণিমা এসে
ঢাকিবে নিসর্গরে।
তবুও আসিবেনা তুমি,
আসিবেনা কখনো।
কখনো আসিবেনা কদম বৃক্ষের তলে ;
শুধু শ্রাবণ একবার আসিয়া যাবে চলে।
একা বক পাখিটি ঘুরে ফিরে মরবে -
দূর সমুদ্রের 'পরে
অমানিশার পরে পূর্ণিমা এসে
ঢাকিবে নিসর্গরে।
তবুও আসিবেনা তুমি,
আসিবেনা কখনো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সফি সুমন ১১/০৩/২০১৬আসিবেনা ( অতি সাধু -চলতি সাধু মিশ্রিত)
 - 
        সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৮/০২/২০১৬নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তবে আর একটু বড় হলে ভালো হতো।
 - 
        মনিরুজ্জামান জীবন ২৭/০২/২০১৬অনিন্দ্যসুন্দর।
 - 
        গাজী তৌহিদ ২৭/০২/২০১৬সুন্দর! তবে ভাষার দিকে আরো নজর দিলে ভালো হয়!
 - 
        এস, এম, আরশাদ ইমাম ২৬/০২/২০১৬সাধু ও চলিত মিশ্রণ দূষণীয়।।
 - 
        হরিশ বর্মন (বুলবুলি) ২৬/০২/২০১৬বাহ সুন্দর
 - 
        প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬সুন্দর প্রকাশ ভাল লাগলো এগিয়ে চলুন আরও
 - 
        pradip kumar ray ২৬/০২/২০১৬জীবনানন্দ ঘিরে আছে। আরেকটু বিস্তারিত ; ভাল হতো
 
