www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নপরী

আজকে রাতে স্বপ্নে এলে
পরীর মতন ডানা মেলে।
হলুদ রাঙা শাড়ী পড়ে
আসছ তুমি ঐ যে দুরে।
সরষে ক্ষেতের মধ্য দিয়ে
ফুলের সুবাস সঙ্গে নিয়ে।
সামনে এসে যেই দাঁড়ালে
মনটা আমার মূর্ছা গেলে।
মনে হচ্ছে তুমিই পরী
এখন আমি কি করি?
শালবনেরই মাঝখানেতে
আছি মোরা দুইজনেতে।
তোমার কোলে মাথা রেখে
আছি যেন পরম সুখে।
সুখ যেন আমার পরে
ফুল হয়ে পড়ছে ঝরে।

---------------
০৫/০১/২০১৪, কল্যাণী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৮

মন্তব্যসমূহ

  • কে. পাল ২৭/০৪/২০১৮
    Valo
  • মোঃ ফাহাদ আলী ২৬/০৪/২০১৮
    মনের মাধুরী মিশিয়ে সুন্দর লেখনি।
  • শুধু সুখ চাই।
  • বেশ!
 
Quantcast