www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুপ্রেরনা

অন্তিম নিঃসঙ্গতা আর রক্তিম আভায়
আমি সূর্য হতে পারি;
শব্দের নিষ্পেষণ আর অন্ধকারের হাতছানিতে
আমি বৃষ্টি হতে পারি;
হাজার জন্ম আর মিলনের অঙ্গীকারেও
আমি ঘাতক হতে পারি;
মৃত্যুর উপত্যকা আর দুঃস্বপ্নে ভরা পৃথিবীতে
আমি সৃষ্টি হতে পারি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ
  • সায়েম খান ২৬/১২/২০১৪
    রংতুলির শৈল্পিক আচড় কেটে আমি শিল্পী হতে পারি।
  • আবিদ আল আহসান ০৯/১২/২০১৪
    হাজারও কবিতা লিখে আমি কবি হতে পারি

    এ লাইনটি বাদ পড়েছে
  • এম এ সবুর ০২/১২/২০১৪
    বানান ভুল বাদে কবিতাটা অামার ক্ষুদ্র জ্ঞানে ভালো হয়েছে।
  • দারুন লেখনী
  • কবি সময়ের বহুরূপী অদম্য স্বত্বার বর্ণনা দিয়েছেন চমৎকার ভাবেই। হাজারো জন্ম আর মিলনের অঙ্গীকারেও ঘাতক হওয়া সত্ত্বা আপার দুঃস্বপ্নের ধরণিতে সৃষ্টি সুখের উল্লাস হতে পারে। নান্দনিক এক আয়োজন।
    কিছু বানান ঠিক করে নিন।
    নিঃসঙ্গতা > নিসঙ্গতা
    রক্তিম> রাক্তিম
    জন্ম> জান্ম
    অঙ্গীকার> অঙ্গিকার
    • শম্পা ০৪/১২/২০১৪
      উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত। বানান ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।
  • হমম প্রথম লেখায় বাজিমাত। খুব সুন্দর লেখা। আর আপনি লিখতে লিখতে কবি হতে পারেন। বাই দা ওয়ে আপনাকে আসরে সু-স্বাগতম। আশা করি সামনে অনেক সুন্দর সুন্দর লেখা পাবো............
    • শম্পা ২৫/১১/২০১৪
      অনেক আনন্দ পেলাম। আপনাদের পাশে পেলে চালিয়ে যাবো।
      • সাথে থাকলে অবশ্যই পাশে পাবেন।
        • শম্পা ২৫/১১/২০১৪
          আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  • মোঃ আবদুল করিম ২৪/১১/২০১৪
    খুবই ভালো লিখেছেন।
    রাক্তিম > রক্তিম
    জান্ম > জন্ম
  • আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪
    চমৎকার লিখেছেন আপু। আমার অনুপ্রেরনায় কিছু এসে যাক আর না যাক...... আজ এই সোমবারের সকল অনুপ্রেরনা আপনার জন্য...।
    • শম্পা ২৫/১১/২০১৪
      আপনাদের অনুপ্রেরণা আগে যাবার উৎসাহ দেবে।
      পাশে থাকবেন। ধন্যবাদ।
 
Quantcast