www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লটারি

আমি Optometrist।চোখ চেক করার তাগিদে কিছু জায়গায় বসি।তো সেরকমই এক জায়গা তে পাশের দোকানের একটি লোক গলপ করতে আসতো তিনি মূলত সেলসের দাদা দের সাথেই কথা বলতেন।টুকরো টাকরা খবরে আঁচ করতাম খুব বেশী গানধি জী ওনার কাছে খুব একটা থাকতে চাননা(ওনার ভাষায় অভাবের সংসার তার উপর শশুর বাড়ি থেকেও বিয়ে র সময় খুব একটা কিছু পাননি যেমন আশা করেছিলেন আরকি)।ঐ দাদা রোজ ই একটা করে লটারীর টিকিট কিনে আননেন সেলস দাদা আর উনি সবাই হামলে পরে নমবর মেলাতেন।কিনতু কোনও দিন ও কোনো পুরষকার পেতেন না।আমি একদিন থাকতে না পেরে পরশন করেই ফেললাম উনি কেনো এরকম করেন(তাও যদি কিছু পেতেন বুঝতাম)এত টাকা নষ্ট।যদিও বা টাকা পেয়েও যান উনি কি করবেন?উনি বলেছিলেন সামনের ঐ বড়ো রেষ্টুরেন্ট টা দেখছেন?যদি টাকা পাই তাহোলে ছেলে বউ কে নিয়ে ঐ ঝকঝকে জায়গা টিতে খাবো।খুব ভালো লেগেছিলো।আমাদের কতো ছোটো ছোটো ইচ্ছা সাবানের ফেনার মতো উড়তে থাকে।আবার এক সময় আয়ু শেষ হয়ে যায়।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো. জীবন অনেক বৈচিত্রময়।
 
Quantcast