সুখে থেকো
    তুমি আমাকে ভালোবাসো,
মন প্রাণ উজাড় করে ।
যতটুকু না আমি,
ভালবাসি তোমারে ।
আমাকে পাবার আশায়,
পার করছ সারাটি ক্ষণ ।
তোমার আমার হবেনা মিলন,
তাই ত দুরে আমার মন।
জানি তুমি আমায় ভুল বুজবে,
তোমার মনে ঘৃণার জন্ম নেবে,
সব অপবাদ আমায় দিয়ে,
দেখবে, তুমি একদিন সুখী হবে
মন প্রাণ উজাড় করে ।
যতটুকু না আমি,
ভালবাসি তোমারে ।
আমাকে পাবার আশায়,
পার করছ সারাটি ক্ষণ ।
তোমার আমার হবেনা মিলন,
তাই ত দুরে আমার মন।
জানি তুমি আমায় ভুল বুজবে,
তোমার মনে ঘৃণার জন্ম নেবে,
সব অপবাদ আমায় দিয়ে,
দেখবে, তুমি একদিন সুখী হবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        দীপঙ্কর বেরা ২৭/০৪/২০১৪Valo
 - 
        জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪বড় বাস্তব। বাস্তবে এই কাথাগুলই ব্যাবহার করা হয়।
 
