www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রবাস জীবন

আমরা বাংলাদেশী,
বলতে এখন ঘৃণা লাগছে,
দুবাই এর প্রতিটি জায়গায়,
অপমান আর অপদস্ত হচ্ছে,

আজ আমার এলাকায় ১৫ জন বাংলাদেশীকে,
মারতে মারতে পুলিশ নিয়ে গেল,
অন্য সব দেশের লোক গুলিকে,
স-সম্মানে ছেড়ে দিল।

যে দেশে জন্ম আমার,
সেই দেশের সরকার কার?
এত কষ্টে কাটছে জীবন,
কোথায় ও নাই আম্বেসেডর।

দেশ ছেড়ে বিদেশ এলাম,
অর্থ বিত্ত সবই হারালাম।
প্রবাস জীবনে এত জ্বালা,
দুবাই এসে হারে হারে টের পেলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
    আমি ভারতীয় তাই বাংলাদেশী ভাই দের জীবনযাপন কিরূপ তা আমার জানা নেই।
    কবিতাটি পড়ে খুবই দুঃখ পেলাম
  • এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪
    কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।
  • মীর মামুন হোসেন ২২/০৪/২০১৪
    বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গণগন্ত্রের নামে
    দুটি পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত।

    তাই আজ বাংলাদেশের এ বেহাল দশা
    এ থেকে বাঁচতে প্রয়োজন রাজনৈতিক বিপ্লব।
  • প্রবাসী পাঠক ২১/০৪/২০১৪
    কবিতা নিয়ে কি বলব! মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের কষ্টের জীবনের প্রতিচ্ছবি তুলে এনেছেন কবিতায়।

    দুবাইতে বাংলাদেশের একখানা এম্বাসি আছে শুধুমাত্র শোভা বর্ধনের জন্য। আমাদের দেশের শ্রমিকদের ভাল মন্দ দেখা কিংবা আমাদের শ্রমিকদের সুবিধা আদায়ের জন্য কোন কাজ করা সম্ভবত তাদের কাজের মধ্যে পরে না। আর আমাদের সরকার তাদের নিয়ে কথা বলার কিছু নেই। প্রতিটি দেশের একটি পররাষ্ট্রনীতি থাকে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় পররাষ্ট্রনীতির কোন প্রয়োজন নেই। অন্যান্য দেশ যেখানে দুবাই সরকার থেকে সুবিধা আদায়ে ব্যস্ত সেখানে আমাদের দেশের সরকার মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
    • আশিক রহমান ২১/০৪/২০১৪
      ভাই - এখানে, পররাষ্ট্রনীতি বলতে বুঝা, পরের জন্য কোন নীতি নয়, ওদের নিজের পেটের জন্য দুর্নীতি।

      শালারা আমাদের জীবন টা শেষ করে দিল
      • প্রবাসী পাঠক ২১/০৪/২০১৪
        ভাল বলছেন। ১০০ ভাগ সহমত।

        আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারী সকল প্রতিষ্ঠানে অযোগ্যদের স্থান সবার আগে। এই জন্য অবশ্য আমরাই দায়ী, আমরা সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারি নি। একটি রাষ্ট্র পরিচালনা করার মত মেধা অন্তত এই লোকগুলোর নেই। আবেগ দিয়ে বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আর আমরা সরকার নির্বাচন করি আবেগ দিয়ে। আবেগ পিছনে ফেলে মেধাভিত্তিক সরকার নির্বাচন করতে না পারার আগ পর্যন্ত আমাদের কোন উন্নতির সম্ভাবনা নেই।
        • আশিক রহমান ২১/০৪/২০১৪
          ভাই-
          যে দেশে প্রতিবাদের ভাসায় কথা বলতে গেলে- গুম হতে হয়, হত্যার শিকারে পরতে হয়, পরিবার পরিজন নিয়ে মহা টেনশনে জীবন যাপন করতে হয়,

          সেই দেশে আমরা কি আশা করতে পারি???
          • প্রবাসী পাঠক ২১/০৪/২০১৪
            হত্যা , গুম নিয়ে এত টেনশান করে লাভ নাই। এখন আমাদের মৌলিক চাহিদা বদলে গেছে - শিক্ষা , অন্ন , বস্ত্র , বাসস্থান ও চিকিৎসা সেবা পান আর নাই পান হত্যা , গুম , বোমার আঘাত , পুলিশের হয়রানি পাবেন নিশ্চিত থাকতে পারেন। তাই গুম , হত্যাকে আমাদের মৌলিক অধিকারই মনে করি।

            আর এসব কপালে না জুতলে এ কে ৫৭ তো আছেই। খুন করলেও জামিন আছে কিন্তু এ কে ৫৭ এ কোন জামিন নাই।
 
Quantcast