www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা দিবস

কয়েকটি বিবর্ণ ফুলের পাশে
একঘেঁয়ে গোধূলীর লগ্ন
পেড়িয়ে
নিষ্ঠুর নিয়তির
প্রতি ডালে ডালে
হঠাত্ দু একটি ফুল ফুটার
অপেক্ষাতে...
কাকচাতকিনীর মত
বসে আছে মা
জীবনের স্বর্ণালী ক্ষণ
শেষে আজ সে একা
এইতো কিছু ক্ষণ পার হলেই
বেজে উঠবে কলিং বেল
তারপর আলো ঝলমল করে
নাতি নাতনী ছেলে মেয়ে আসবে চলে!
পেষ্টি কালারের
কয়েকটি আইসক্রিম
চেরী ফলের স্বাদে বড়সড়
কেইক
সাথে থাকবে কোল্ড ড্রিংস
হাতে এক গুচ্ছ রজনী গন্ধার
স্টিকি!
মা তোমায় ভালোবাসি বেশ
তুমি সুখি হও,
ভালো থেকো অশেষ।
কিছুটা সময়
বয়ে যাবে আলো আঁধারিতে
নাতি নাতনীদের
মিছে দুষ্টমিতে!
তারপর পুরো এক বছরের
বিদায়ী বার্তা
মায়ের নিয়তীতে আবার
নামবে খরা।
হয়ত বেঁচে থাকলে আবার
হবে দেখা
নয়ত
মরে শুটকি হয়ে থাকবে একা!
সরকারী গাড়িতে হয়ত
অবশেষে
মায়ের পচা লাশ ঠাই
পাবে কফিনে!
ওগো পাশ্চাত্য সভ্যতার
যান্ত্রিক সভ্যরা
কিংবা পাশ্চাত্যের চশমায়
রাঙিন মানুষেরা
তোমাদের কাছে মা দিবস
বিশেষ একটা দিন
কিন্তু আমাদের
কাছে মা দিবস,
সারা বছর, তিনশত
পয়ষট্টি দিন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ১৩/০৫/২০১৪
    আমার মা আমার পৃথিবী
  • কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪
    "সংবাদ" বিভাগে
    "এডমিন এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি" নামক একটি ব্লগ লিখেছি। যেখানে "তারুণ্য"কে কীভাবে আরো জমজমাট ও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সকল ব্লগারদের মূল্যবান মতামত চাওয়া হয়েছে। উক্ত ব্লগে এডমিন নিজেই আমাদের অর্থাৎ সকল ব্লগারদের মতামত চেয়েছেন।
    তাই আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় "তারুণ্য"।
    ধন্যবাদ।
  • এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪
    onik onik valo laglo
  • আশিক রহমান ১১/০৫/২০১৪
    Masallah , so nice
  • কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪
    মা'কে নিয়ে কবিতা মানেই অনন্য কবিতা।
    মা তোমাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
    ভালো লাগলো মা'কে নিয়ে লিখা কবিতা।
 
Quantcast