www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিল্পীর ছোঁয়া

গতকালও আমার জানালার
পাশে
এইখানে এই ছোট্ট
জায়গাটাতে,
আগাছার ঝোঁপ ছিল,
দূর্বা ঘাস ছিল
লতা লতায় পেঁচানো ঝার ছিল।
মনে হত যেন কোন অনুর্বর
জমি
রোদের ছোঁয়া হীন
স্যাঁতস্যাঁতে মাটি,
শুধু শুধু তার অস্তিত্ব নিয়ে
টিকে আছে এই ছোট্ট
জানালার পাশে।
একদিন ঘুম থেকে উঠে শোনি
কৃষকের হাঁক, কোদালের
আওয়াজ
তারপর খালি মাঠ, আলোকিত
মাটি
দূর্বা ঘাস গুলো হয়েছে বিনাশ।
এখন জানালার পাশে তাকালেই
দেখি
লাউয়ের ডগা আর সীমের
বিচি।
মূলা ঢেঁড়শ কিছু টমেটোর চারা
অনুর্বর মাটিতে ফসলের বাড়া।
কল্পনা চলে যায় কিছুটা দূরে
যেখানে লাউয়ের ডগায়
প্রজাপতি ওড়ে।
হায়রে জানালার পাশের
স্যাঁতস্যাঁতে মাটি,
শিল্পীর ছোঁয়ায়
তুমি এতটা খাঁটি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪
    পড়ে ভালো লাগলো কবি।
    এগিয়ে যান।
  • এফ সাকি ২৭/১২/২০১৩
    অসম্ভব সুন্দর! এটাও এক শিল্পীর আচড়ে আকর্ষণীয় জমি।যেথা আগে ছিল ধু-ধু সাদা মাঠ।এখন কালো রঙের চারা গজিয়েছে।
  • এফ সাকি ২৭/১২/২০১৩
    অসম্ভব সুন্দর! এটাও এক শিল্পীর আচড়ে আকর্ষণীয় জমি।যেথা আগে ছিল ধু-ধু সাদা মাঠ।এখন কালো রঙের চারা গজিয়েছে।
 
Quantcast