www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠিকানা কবর

হে মানুষ তোমরা কি দেখোনা
সবুজ ধান গাছ কত মনোহর
ঢেউ খেলা বাতাসে দোলে তর তর
দিনে দিনে পাকে ধান সোনালি বরন
অবশেষে মরে সে যে সুখের মরণ।
কিংবা গোলাপ বেলি জুঁই চামেলি
রূপ তো নয় সেতো মনহারিণী
একদিন সেওতো হয় ফ্যাকাশে
রং রূপ মিশে থাকে শুধু স্মৃতিতে।
কিংবা দেখোনা তুমি হলুদ পাখি
মায়াময় চাহনিতে ডাগর আখিঁ,
সেই রূপ দিনে দিনে হয় ঘোলাটে
কন্ঠের গান থামে চির অবসানে।
জীবনতো পথিক এক গাছের ছায়
বিশ্রাম নিয়ে ক্ষণ সেতো চলে যায়
কত যে স্বজন চোখের পলকে
হারায়ে গেল এ খেলাঘর ছেড়ে।
এই পৃথিবীর সবচেয়ে অবাক খবর
মানুষ জানে তার ঠিকানা কবর
তারপর তুমি কেন এত বে খবর
কবর ই হবে তোর জনমের ঘর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast