www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে এসো ষড়ঋতু ষড়রিপু হয়ে

গ্রীষ্ম…
না হয় আরও একটি বার ডেকে ওঠো -
কালবৈশাখী আসুক
এই বাগানে আম কাঁঠালের ডালে,
তাল গাছেদের মাথার ওপর দিয়ে
তোমায় নিয়ে যাব উড়ে কালো মেঘের ফাঁকে।

বর্ষা…
না হয় আরও একটি বার ফিরে তাকাও -
যুঁইয়ের গন্ধ ফুটুক
খোলা অলিন্দের ধারে,
সার বাঁধা সব টব গুলোতে,
রানির মত বসাব তোমায় গুলমোহরের ডালে।

শরৎ…
না হয় আরও একটি বার হাতটা ধরো -
ঢাকের বাদ্য বাজুক
জোনাক জ্বলা পদ্মদিঘীর ঘাটে, কাশের বনে
লাল শাড়ী আর আলতা সিন্দূর
দেব কুলো ভোরে।

হেমন্ত…
না হয় আরও একটি বার বসো পাশে -
মাটি আবার সাজলে সোনায়
গোলা ভরলে ধানে, লক্ষ্মী প্যাঁচার গানে
রাখব তোমায় বুকের মাঝে
নাবান্নেরি রাতে।

শীত…
না হয় আরও একটি বার সাথে চলো -
বন মুরগির ডাকে
ভোর যেন হয় তুলসিতলায়,
তোমায় পিটুনিয়ার গন্ধে রঙে
সাজাব যতনে।

বসন্ত…
না হয় আরও একটি বার কাছে এসো -
নতুন পাতা ধরবে আবার,
দুহাত মাখা পলাশ রঙে
পালের নৌকো বুনবে স্বপ্ন
ভাসবে খোয়াই জলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast