www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি তে ইতিহাস

সেই মুরশিদাবাদের খোসবাগ
লুতফুন্নেসা; কুর্নিশ তোমায় বারেবার।
হিন্দু মেয়ে রাজকুনওয়ারের চোখ ঝলসানো রূপে।
পাগল বাঙলার শেষ স্বাধীন নবাব।
আমাদের সিরাজ
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রাজকুনওয়ার হলেন লুতফুন্নেসা।
নবাবের দ্বিতীয়া বেগম
শরীর মন জুড়ে শুধু ভালোবাসার জোয়ার।
পলাশী র যুদ্ধ নামে প্রহসনে সিরাজের পরাজয়।
গভীর রাতে লুতফুন্নেসা কে নিয়ে পালাতে গিয়ে,
মীরনের হাতে নবাবের মৃত্যু।
ঢাকার বুড়িগঙগায় মেয়ে জোহরাবেগম কে নিয়ে বন্দিনী বেগম সাহেবা।
মীরনের শাদীর প্রস্তাব প্রত্যাখ্যান করা তার পক্ষেই সম্ভব।
কি দৃঢ চেতনা ও অফুরন্ত মনের জোর,
বেচে থাকার সম্বল প্রিয়তম র স্মৃতি
আবার ফিরে আসা মুর্শিদাবাদ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া ৩০০ টাকা পেনশানে,
জীবন ভোর প্রানের মানুষ আর শ্বশুরকুলের কবরস্থান দেখভাল।
সকাল থেকে বিকের সযত্নে কবর মোছা
বাগান পরিস্কার গোলাপের পরিচর্যা।
আর সন্ধ্যাকালে সন্ধ্যাদীপ জালিয়ে
ভালোবাসার পেলব পরশ বুলিয়ে দেওয়া।
দেখে এলাম সেই বেগম সাহেবা লুতফুন্নেসার কবর
প্রিয়তম নবাবের পাশে চিরশান্তি তে নিদ্রামগ্ন,
সাক্ষী হয়ে রইলাম আমরা দুই বোন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো॥ শুভেচ্ছা॥
  • অসামান্য সুন্দর।
  • ভাল লাগলো
  • মোবারক হোসেন ১৪/১২/২০১৫
    কবিতা কি বিষয় সেটা বড় কথা নয়।বাস্তব আর সত্যকে
    টেনে এনে পাঠকের মনের বাগানে কতটা সার্থকভাবে
    সাজালো সেটা বড় কথা।সে দিক থেকে সার্থক রূপায়ন।
    কবিকে শুভেচ্ছা।
  • অভিষেক মিত্র ১২/১২/২০১৫
    ভালো লাগল।
  • ভাল লাগল
  • কি অসাধারন দৃঢ় লেখা!!!!
  • হাসান কাবীর ১১/১২/২০১৫
    কবিতার আমেজটা পাইনি, তবে আপনার চেষ্টাটা আমার ভালো লেগেছে। আরো লিখুন।
  • নির্ঝর ১১/১২/২০১৫
    ভাল
  • নির্ঝর ১১/১২/২০১৫
    সুন্দর
  • কবিতাটি আমি আসরে দেখেছি। আমার এটিকে ইতিহাস আশ্রিত ভ্রমন বৃত্তান্ত বলে মনে হয়েছে , কবিতা বলে কম। পাঠক বিচার করবেন।
    • সীমা সান্যাল ১১/১২/২০১৫
      দেবব্রত.....ইতিহাসের সাক্ষী হয়ে চেষ্টা করেছি লিখতে।।
      মনে মনে চলে গেছিলাম সেই মুঘল জুগে..... আপনার মন্তব্য মনে রেখে নতুন ভাবে চেষ্টা করব।।।।
 
Quantcast