www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ময়নাতদন্ত রহস্য



কুচকুচে কালো রঙের পাখি। চোখের দু’পাশে হলুদের আলপনা, কমলা রঙের ঠোঁট। সৌন্দর্য নিয়ে তর্ক করা বোকামো।
ঘটনা হল, ময়না পাখি সব মিলিয়ে মোট ১৩ রকমভাবে ডাকতে পারে। রীতিমতো অভিজ্ঞ কান ছাড়া সেই ডাক কেউ বুঝবেন না। রাতের অন্ধকারে বা গভীর জঙ্গলে বা গাছের পাতার আড়ালে এরা যখন নিজেদের লুকিয়ে রাখে, তখন এদের খুঁজে বের করার একটিই মাত্র সূত্র থাকে, ডাক। ডাক শুনেই অভিজ্ঞ ব্যক্তি বুঝতে পারেন, ময়না কোথায় রয়েছে। ফাঁকি দেওয়ার জন্য ময়না গলা পাল্টে ডাকলেও অভিজ্ঞ ব্যক্তি ঠিক খুঁজে নেন।
ঠিক একইভাবে পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কোনও রহস্যকে সামান্য সূত্র দিয়েই বের করে আনেন অভিজ্ঞ তদন্তকারী। সেই থেকেই পোস্টমর্টেমের বাংলা ময়নাতদন্ত।
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ৯৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ব্যাখ্যাটি বুঝতে পারিনি ভাই। সূত্র উল্লেখ করলে ভালো হতো।
    ধন্যবাদ।
  • খুব ভালো ।
  • সালাম আলী আহসান ১৫/০৬/২০১৬
    হাঃ হাঃ।
  • চমৎকার ময়না
    ;;;;;;;; তদন্ত,,,,,,,,,,,,,
  • দ্বীপ সরকার ১১/০৬/২০১৬
    ভালো লাগল কবি।
 
Quantcast