www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অযোগ্য আমি

""""অযোগ্য আমি """""""


কেন তুমি  ভালোবাসলে এই আমায়
কেন আমার যাতনা তোমাকে কাঁদায়।
কেন তুমি থাকতে চাও আমার ছায়ায়
কেন আমার ভাবনা তোমাকে বাঁচায়।

পারিনি দিতে তোমাকে কখনো কিছু
তবু তুমি কেন  ছাড়ছো না মোর পিছু।
সমাজের কাছে আমি রয়েছি  নিচু
আমার দ্বারা এই জগতে হবেনা কিছু।

আমি তো কখনো তোমার যোগ্য নই
পথে ঘাটে আমার মত লোক কতই।
তবুও তোমার কেন আমাকেই চাই
যার এখনো ঠিক নেই নিজেরই ঠাঁই।

যে কিনা ডুবে আছে তীব্র  হতাশায়
তাকে তুমি কেন তুলছ আশার ভেলায়।
যেকিনা বাঁচাতে শেখে পরের ছায়ায়
তাকে কেন জাগাচ্ছ বাঁচার আশায়।

যেকিনা দেখে ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা
তুমি কেন দেখাচ্ছো আলোকবর্তিকা।
যেকিনা দেখে পথে শুধুই মরিচিকা
তুমি স্বপ্ন দেখাও রঙিন ফ্রেমে আঁকা।

এখনো সময় আছে রয়েছে  পথ
বুঝে নিও সিদ্ধান্ত করে তুমি শপথ।
মোরে ভালবেসে যাচ্ছ কিনা বিপথ
সময় শেষে তুমি পাবেনা আর পথ।

সন্ধ্যা আসার আছে খানিকটা বাকি
যাকিছু করবে নিও একবার দেখি।
নচেৎ তুমি কাঁদবে ছেড়ে দুটি  আখিঁ
জীবন তোমাকে দিয়ে যাবে ফাঁকি।

18/11/12
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ দাশগুপ্ত ১৬/০৭/২০১৪
    সুন্দর...
  • রুমা চৌধুরী ০১/০৬/২০১৪
    ভাল লেগেছে। শুভেচ্ছা রইল। সুন্দর লেখা।
  • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
    খুব ভাবনাময় কাব্য। ভালো লাগলো।
    • আপনার সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য ভালবাসা অহর্নিশ।
      • কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪
        শুভেচ্ছা নিবেন।
        • আপনার ও শুভকামনা।
  • Mahfuza Sultana ০১/০৬/২০১৪
    ভালো লাগলো!!
 
Quantcast