www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি রোমান্থন

বিষন্ন হৃদয়ে স্থম্ভিত সময়ে,
স্মৃতির আঁচড়ে বাকরুদ্ধ আনমনে।
বয়ে যাওয়া সোনালি ক্ষন,
চক্ষু জলে স্মৃতি রোমান্থন।
নেত্র সম্মুখে এখনো ভাসে,
মায়াবী মুখখানি যেন রয়েছে পাশে।
এলোমেলো হাওয়ায় উড়াউড়ি,
তোমার কৃষ্ণ রঙের কেশরগুলি।
ঝাপসা আলোর পড়ন্ত বিকেলে
কি দেখেছি তোমার রুপ অধরে।
ক্লান্ত সময়ে জীর্ণ দেহে,
তোমায় ভাবছি শ্রান্ত মনে।
দ্রুত বহমান সময়ের সাথে,
পারিনা মনকে সাথে চলাতে।
প্রতি পলকে পলকে সেই অনুভূতি,
মনের গহীনে করে সদা ইতিউতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • সায়েম খান ২৪/১১/২০১৩
  ইদানিং ব্লগে আপনার অনুপস্থিতি লক্ষ্য করছি। আশাকরি পুনরায় আমাদের এই প্রিয় ব্লগে ফিরে আসবেন। আপনাদের নিয়মিত উপস্থিতি এই ব্লগটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।
  • সাখাওয়াৎ ২৬/১১/২০১৩
   খুবই খুশি হলাম আমাকে মিস করছেন জেনে। আসলে ইচ্ছা কৃত ভাবে ব্লগে আসা ছেড়ে দিয়েছি। হঠাৎ করে কেন জানিভালো লাগছে না।
 • suman ২২/১১/২০১৩
  চমতকার !
 • চন্দ্রশেখর ১৮/১১/২০১৩
  ভাল। তবে অন্ত্যমিলের চেয়ে সহজ কথা সহজ ভাবে বলা ভাল। মনের মিলের চেয়ে অন্ত্যমিল কি সত্যিই জরুরি?
 • খুব ভাল লাগল সাখাওয়াত ভাই
 • ইসমাইল জসীম ১৫/১১/২০১৩
  সাখাওয়াৎ আপনার কবিতাগুলো বরাবরেই ভালো লাগে। এবারও তাই। তবে অন্তমিল দিতে গিয়ে আর একটু সচেতন হলে মনে হয় ভালো করবেন। ধন্যবাদ আপনাকে।
 • অভিজিৎ দাশগুপ্ত ১২/১১/২০১৩
  ভাল লাগল...
 • আরজু নাসরিন পনি ১২/১১/২০১৩
  এই কবিতাটা অন্যগুলোর চেয়ে ভাবে, আকারে আলাদা...পড়ে ভালো লাগলো প্রিয় সাখাওয়াৎ ।

  ক্ষন < ক্ষণ
  রোমান্থন < রোমন্থন
  কেশর < কেশ
  • সাখাওয়াৎ ১২/১১/২০১৩
   আপনার আন্তরিক সহযোগিতা আমার সামনের দিনে পাথেয়। খুবই খুশি হলাম। এখন ব্লগে কম আসছি। যেকোন কারণে। ভালো থাকবেন।
 • ফাহমিদা ফাম্মী ১১/১১/২০১৩
  ভালো লাগলো :)
 • সায়েম খান ১১/১১/২০১৩
  বাহ ভালই তো...
 • রাখাল ১০/১১/২০১৩
  চমৎকার!
 
Quantcast