তুমি আসবে বলে
    তুমি আসবে বলে, 
আজ আকাশে মেঘ জমেনি।
তোমার আসার কথা ছিল বলে,
আজ সূর্যের আলোতে তেজ নেই।
তোমায় দেখাবে বলে,
ফুলেরা ফুটেছে নতুন সাজে।
তোমায় শুনাবে বলে,
পাখিরা বেধেছ নতুন সুর।
তোমায় দেখাবে বলে আজ,
কৃষ্ণ চূড়া পড়েছে টুকটুকে লাল শাড়ি।
আজ কদম ফুল গুলো ঝড়ে পড়েছে নিচে,
তোমাকে জানাতে কদম গালিচা সংবর্ধনা।
তোমায় ছুঁয়ে দেখবে বলে ,
প্রজাপতিরা সেজেছে নুতন রঙে।
তোমায় বেড়িয়ে আনবে বলে,
ঝরনায় জেগেছে নতুন যৌবন।
কাশফুল গুলো আজ হাওয়ায় হাওয়ায় দুলছে,
তোমাকে জানাতে অভিবাদন।
তুমি আসবে বলে আমার হৃদয়ে,
আজ এক সুখের ব্যথার অনুধাবন।
তোমার আশায় আশায় অপেক্ষায় আছি,
আমি এই এতটা জীবন।
তুমি আসবে, ভালবাসবে,
ভরিয়ে দেবে এই দেহ মন।
এই তো চাই আজীবন
আজ আকাশে মেঘ জমেনি।
তোমার আসার কথা ছিল বলে,
আজ সূর্যের আলোতে তেজ নেই।
তোমায় দেখাবে বলে,
ফুলেরা ফুটেছে নতুন সাজে।
তোমায় শুনাবে বলে,
পাখিরা বেধেছ নতুন সুর।
তোমায় দেখাবে বলে আজ,
কৃষ্ণ চূড়া পড়েছে টুকটুকে লাল শাড়ি।
আজ কদম ফুল গুলো ঝড়ে পড়েছে নিচে,
তোমাকে জানাতে কদম গালিচা সংবর্ধনা।
তোমায় ছুঁয়ে দেখবে বলে ,
প্রজাপতিরা সেজেছে নুতন রঙে।
তোমায় বেড়িয়ে আনবে বলে,
ঝরনায় জেগেছে নতুন যৌবন।
কাশফুল গুলো আজ হাওয়ায় হাওয়ায় দুলছে,
তোমাকে জানাতে অভিবাদন।
তুমি আসবে বলে আমার হৃদয়ে,
আজ এক সুখের ব্যথার অনুধাবন।
তোমার আশায় আশায় অপেক্ষায় আছি,
আমি এই এতটা জীবন।
তুমি আসবে, ভালবাসবে,
ভরিয়ে দেবে এই দেহ মন।
এই তো চাই আজীবন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোহিনী মোহন ০১/১২/২০১৩পড়ে দারুণ মজা পেলাম ।
 - 
        ইসমাত ইয়াসমিন ৩০/১১/২০১৩সাখাওয়াত ভাই, অনেকদিন আপনার কোন খবর নেই, ভাল আছেন তো। ভাল থাকেন এই দোয়া রইল।
 - 
        suman ২২/১১/২০১৩চমতকার ...romantic...
 - 
        ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩জীবন সুখের হোক এই দোয়া রইল। শুভকামনা সব সময়ের জন্য। ভাল থাকবেন।
 - 
        সুলতান মাহমুদ ১০/১১/২০১৩অসাধারণ!
 - 
        সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩অনেক সুন্দর কবিতা। পড়ে আনন্দ পেয়েছি। আরো লিখুন। ধন্যবাদ।
 - 
        রাখাল ১০/১১/২০১৩সে কী আসবে
ভালোবাসবে
রাতে রাখবে কী হাত
মিটাবে কী আপনার সাধ! 
