www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তস্তলে তুমি

ক্লান্ত দুপুর শেষে পড়ন্ত বিকেলে,
যখন বসে থাকি কোন নদীর ধারে।
তখন স্মৃতি গুলো এসে,
আমাকে জড়িয়ে ধরে।

আহ্ কি সুখ স্মৃতিই ছিল তা,
মনে কি পড়ে তোমার সেই স্মৃতি গুলো?
সেই উজ্জ্বল রক্তিম দিনগুলো।

যখন আমরা উচ্ছ্বাসে উদ্যোমে,
আনন্দ হাসি খেলায়,
মেতে ছিলাম এখানে ওখানে।

মনে পড়ে কি তোমার?
রেখেছ কি সেই সুখস্মৃতি মনিকোটোরে,
করেছো কি যত্ন তাকে আদরে?

দিন চলে যায়, মাস চলে যায়,
বসে আছি আমি আশায় আশায়।
কখন পাবো তোমার দেখা?
কতদিন থাকবে আমাদের এই অদেখা?

জানি তুমি করছো উসকুস,
কখন দেখবে আমার  মুখ।
কখন ধরবে তুমি জড়িয়ে,
কখন করবে আদর,
আমার এই দু গালে।

আচ্ছা,  আছো কি তুমি,
সেই আগেরইই মতন?
রেখে এসেছি আমি,
তোমায় যেমন।

নাকি হয়েছে তোমার কিছু পরিবর্তন?
ছিলাম না যখন আমি তখন।
জানোই তো বড় বেশি ভালবাসি,
তাইতো আমার মতোই চাই আমি।

আজকাল স্মৃতি গুলো বড়ই দুষ্ট,
করে আমায় শুধু বিরক্ত।
তাতে আমি হয়ে যায় তোমার প্রতি,
আরোও বেশী বেশী আসক্ত।

ধরিয়ো তুমি আমায় শক্ত,
যাতে পৃথিবীতে আমিই থাকি,
তোমার একমাত্র ভক্ত।

প্রবাসে দীর্ঘ বিরহ থেকে লেখা এই কবিতা। অনেক পুরোনো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১১/১১/২০১৩
    অ-সা-ধা-র-ণ একটা কবিতা।
    • আপনার প্রতি আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। খুবই খুশি হলাম।
  • אולי כולנו טועים ০৮/১১/২০১৩
    অপূর্ব সুন্দর প্রেমের কবিতা।..
    প্রেম হলে এরকমই হওয়া চাই l
    খুব ভালো লাগলো।
  • আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩
    বেশ রোমান্টিক, বিরহী কবিতা...পড়ে ভালো লাগলো ।

    উদ্যম, উসখুস, দু' শব্দগুলো একটু দেখে নিতে পারেন ।
    অনেক শুভেচ্ছা রইল, প্রিয় ব্লগার ।।
  • আহমাদ সাজিদ ০৭/১১/২০১৩
    ভাল লাগল, চলুক চলতে থাক...
 
Quantcast