www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন তুমিকী

ভাল নেইতো সব ভাল নেই,
মনের উপর তো জোর করতে নেই।
মন চাইলে তো সব যায় না দেওয়া,
মনে ধরলেই তো কাউকে হয়না পাওয়া।

মন রাখতে হয় মনের মিলে,
যে সদা চলবে মনেকে ঘিরে।
মন কি যে চায় তা কেউ নাজানে,
মনের চলন সর্বদা সবখানেতে।

মন খুশি তো সব খুশি,
মন ক্ষুধা  নিবারণ দিবানিশি।
সর্বদা শত খাটাখাটনি,
করতে সবাই মনকে রাজি।

মন যে কোথায় কেহ না জানি,
তবু সকলে মনকে খুঁজি।
মন ভাল নেইতো কিছু ভাল নেই,
মন খোশতো দুনিয়া খুশি।

চলে সদা মনের তাবেদারী,
যায় না করা কোন খবরদারি।
মন ভেঙেছে তো লয়না জোড়া,
যতই দাও না উপটৌকন হাতি ঘোড়া।

চলতে হয় রেখে মনকে বিনয়ে,
তবেই আসে শান্তি এই ধরা ধামে।
করলে কভু লুকোচুরি,
মন দেবে না তোমায় স্বস্তি।

মনকে রাখো সদা সজীব,
মনের দ্বারাই আমরা শ্রেষ্ঠ জীব।
যে পেরেছে মনকে বশে আনতে,
সেই জিতেছে জীবন প্রাণে।

মনের ঘোড়ার লাগাম ছেড়া,
দিতে হবে তাকে শক্ত বেড়া।
করতে পারলে মনের খোঁজ,
মন ভাঙবে না তোমার রোজ।

মনকে তোমার আয়ত্তে রাখো,
সফল তুমি হবে জেনো।
দিওনা চলতে মনকে আপনে,
চালিও মন সদা তোমার মতে।
তবেই তুমি হতে পারবে,
সত্যিকারের মানুষ হতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ০৬/১১/২০১৩
    ভাল লিখেছেন ভাই । কিন্তু মনের লাগাম কি সব সময় টেনে ধরা যায়।
  • মীর শওকত ০৬/১১/২০১৩
    খুব সুন্দর জীবনের গান ।ভাল লেগেছে ।ভাল থাকুন কবি
    • সেটাই তো সমস্যা।মন এমন ই এক জিনিস তাকে সহজে বধ করা যায় না।তবে যারা পারে তারাই সার্থক এই জীবনে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
    • আপনাদের ভালো লাগা মানে কবিতার প্রতি দ্বায়িত্ব বেড়ে যাওয়া।অশেষ কৃতজ্ঞতা আপনার সহযোগিতার জন্য।শুভকামনা সবসময়।
  • আহমাদ সাজিদ ০৫/১১/২০১৩
    মনের এতো খবর জেনে গেলেন?
    মনের খবর বলে গেলেন অকপটে।
    ভাল হয়েছে।
    শিরোনামটা ঠিক করুন, মন তুমি কী
    • ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য।সেই সাথে অশেষ ধন্যবাদ গ্রহণ করুন।আর মোবাইল একটু সমস্যা করছিল টাইপিং এ।চেষ্টা করছি ঠিক করার জন্য।
  • জহির রহমান ০৫/১১/২০১৩
    মন কে মাঝে মাঝে আমিও বুঝিনা!

    কবিতা সুন্দর হয়েছে। ছন্দে ছন্দে দারুন মিল।
    শুভেচ্ছা কবি।
    শুভ কামনা...
 
Quantcast