www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি লোমশ হাত

হঠাৎ দুঃস্বপ্নের মধ্য ঘুম ভেঙে গেল,
অস্থিরতায় হাঁসফাঁস করছি আমি।
প্রচন্ড হৃদস্পন্দনে কম্পিত মোর বুক,
ভীতসন্ত্রস্ত কন্ঠে মোর মৃদু শব্দ।

আমার এই অবস্থা দেখা শংকিত মোর জননী,
অস্থিরতা বিচলিত তার ভয়ার্ত  আখিঁ দুটি।
পাশে এসে দাড়িয়েছে মোর পিতাজী,
জিজ্ঞাসু প্রশ্নে কি হয়েছে সোনামণি।

নিজ পিতার অবয়বে আমি কেন কুঁকড়ে যায়,
আমার দুঃস্বপ্নেতেও এমন ব্যক্তি হাত বাড়ায়।
কিছুই বোঝাতে পারি না আমি সেই অল্প বয়সে ,
আমি তখন পড়ি বোধহয় ফোর কিংবা ফাইভে।

প্রায় সেই দুঃস্বপ্ন দেয় আমাকে হানা,
স্কুলেতে কেন জানি মন টিকতে চায়না।
স্কুলের ঐ শিক্ষককে লাগে আমার হায়না,
যে কিনা দুঃস্বপ্নে দেয় আমাকে  দেখা।

আমার এই অবস্থা মোর মাতা দেখে,
আমারে জিজ্ঞাসে কি হয়েছে মারে।
আমার মুখে কেন জানি কথা না সড়ে,
কোন কিছুই বলিনি আমি তখন মাকে।

নিরবে নিবৃত্তে দহনে অনল জ্বলে,
ক্ষনে ক্ষনে লোমশ হাত চোখে ভেসে উঠে।
ক্ষুদ্র হৃদয় ক্ষুন্ন হয়ে অন্তরে ঝড় তোলে,
একটি লোমশ হাত ভেসে উঠে মনের ক্যানভাসে।

তিক্ত মনে তিষ্ট হয়ে শংকিত আমি স্কুলে,
শেষ পর্যন্ত রুষ্ট হয়ে স্কুল ছাড়ি সেই সময়ে।
তিক্ততার সেই কষ্ট গুলোএলুকিয়ে ছিলো গহিন মনে,
আজ আবার পড়ল মনে লোমশ হাতের চিত্র দেখে।

আমার মেয়ে আজ আমার বয়সে,
কাঁদছে একাকী ঘরের কোনে।
আমার মনে সন্দেহ জাগে,
কি হয়েছে দেখি গোপনে।

পড়াশোনায় হঠাৎ অন্যমনস্ক,
স্কুলে যেতে আজ কেন সে ভীত।
বুঝি আমি মায়ের মনে
নিশ্চয়ই কিছু হয়েছে তার গোপনে।

মেয়ের এই অবস্থায় দেখি ড্রয়িং খাতাতে,
একটি লোমশ হাত সে এঁকে রেখেছে।
জিজ্ঞাসি তারে আমি খুব আদরে,
কিছু কি হয়েছে মা তোর সাথে গোপনে।

আমার মেয়েতো নয় আর আমি,
আমাকে সে কিছুই লুকায়নি।
অকপটে মেয়ে আমার করল স্বীকার,
নপুংসক মাষ্টারের সে এক শিকার।

ঘৃনায় দুঃখে বিপর্যস্ত আমি,
ক্ষোভে কষ্টে দেখি মেয়ের চোখে পানি।
আর কতকাল এভাবেই হবে শিশুরা বলী,
মানবতা দেখায় সমাজে আজ বৃদ্ধাঙ্গুলি।

এভাবেই কত শিশু হচ্ছে কদার্য্য শিকার,
এই সমাজে নেই কোন এর প্রতিকার।
যে করেই হোক হতে হবে এর বিচার,
আর যেন কোন শিশু না হয় এর নিষ্ঠুর শিকার।

একসময় আমি যা পারিনি সমাজ আস্তরণে,
সেই কাজটি করেছে মোর মেয়ে অতি সহজে।
এভাবেই নিতে হবে শিশুদের খেয়াল,
ভেঙে দিতে হবে তাদের সামনে অন্ধকারের দেয়াল
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ০২/১১/২০১৩
    মানব মনের নোংরা কদর্য দিকটি
    ফুটে এসেছে কবিতায়, শক্তিশালী গাথুনিতে।
    শিক্ষকদের আমরা জানি পিতার মত -
    তাদের এই কুত্সিত রূপটি কল্পনাও করা যায়না,
    কিন্তু, এরকম ঘটছে অহরহ।
    • ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আসলে মানব জীবন টাই এমন।ভালো খারাপ সবকিছুর মিশেল।শুভকামনা এবং ভালবাসা অহর্নিশ।
  • suman ০১/১১/২০১৩
    একটি দায়ীত্বশীল লেখা ...
    • ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।আসলে এই বিষয় গুলো আমাকে একটু বেশী ভাবায়।যার ফলে এই জাতীয় লেখাা লিখতে ভালো লাগে।একই জাতীয় একটি কবিতা আছে আমার "অব্যক্ত কথন "না পড়ে থাকলে পড়তে পারেন।ভালো লাগবে।শুভকামনা আপনার জন্য।
      • suman ০১/১১/২০১৩
        নিশ্চয়ঈ পড়বো ...
  • Înšigniã Āvî ০১/১১/২০১৩
    osadharon...
    • আমি আবেগে আপ্লুত আপনার মূল্যবান মন্তব্যে।কৃতজ্ঞতায় পাশে আবদ্ধ রাখবেন সবসময়।সেই সাথে হৃদয় নিংড়ানো ভালবাসা আপনার জন্য।
  • মীর শওকত ০১/১১/২০১৩
    অসাধারণ লিখনী । সমাজকে কলুষমুক্ত করতে এরকম লিখনী আরও প্রয়োজন । আশা করি আপনার দক্ষ হাতের লিখনীতে এই সমাজটাকে গড়ে তুলবেন অসীম মমতায় । অনেক ভালবাসা জানবেন কবি ।
    • অশেষ অশেষ ধন্যবাদ সেই সাথে কৃতজ্ঞতা।খুবই খুশি হলাম।আর ভাই এখনো কবি হতে পারিনি।তাছাড়া কবি হওয়ার যোগ্যতা ও আমার নেই।শুভেচ্ছা শুভকামনা সেই সাথে ভালবাসা অহর্নিশ।
  • মাহমুদ নাহিদ ০১/১১/২০১৩
    ভাল লাগছে কিন্তু একটু বড় লেখা হয়ে গেছে ।এতো বড় লেখা সবাই হয়তো পড়বে না সে ক্ষেত্রে আপনার লেখার সার্থকতা থাকবে না ।শুভ কামনা থাকলো অ
    • ধন্যবাদ আপনার মূল্যযবানমন্তব্যের জন্য।খুবই খুশি হলাম।কিন্তু আমি ছোট করে আমার বক্তব্য প্রকাশ করতে পারি না।আমার ভাবনা গুলো ভালো ভাবে প্রকাশ করতে না পারলে শান্তি পাই না।আর আমি তো কবি নই তাই হয়তো পারি না।তাছাড়া যারা আপনার মতো সত্যিকারের পাঠক তারা অবশ্যই পড়বে।ধন্যবাদ আপনাকে।সেই সাথে শুভকামনা রইল।
  • অসাধারন লেখা। সিলেটের এমন একটা ঘটনা জানি অনেক আগের ঘটনা। ভিক্টিম এখন মেডিকেলে পড়ে আর কালপ্রিট এক হুজুর রাজনৈতিক আশ্রয়ে খুব ভালই আছে, শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এসি গাড়ি চড়ে। মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা হয় কিন্তু একা কিই বা আর করা যায়। সাপোর্ট পেলে হয়ত কিছু করা যেত। তাই কাজ করতেছি যাতে আর নতুন ভিক্টিম না হয় কেউ। আপনাকে আবারো একটা ভিডিও লিঙ্ক দিয়ে বিরক্ত করব , এটি বাচ্ছাদের কিভাবে বিষয়টা বোঝাতে হবে এর উপরঃ https://www.facebook.com/photo.php?v=10200614805681850

    ইদানিং তারুন্য ব্লগে লিঙ্কে সমস্যা করতেছে
    • আপনাকে ধন্যবাদ।হ্যাঁ আপনি যে ভিডিও লিংক দেন তার সব গুলো কাজ করে না।এর আগে একটা লিংক দিয়েছিলেন কিভাবে বাচ্চাদের এই বিষয় টা বোঝাতে হবে।সেটা আমি দেখেছি কিন্তু ওটা লোড করতে পারিনি।যদি ওটা YouTube a থাকে তাহলে সেভ করতে পারব।আপনি লিংক না দিয়ে কি লিখে সার্চ করব তা দেন।
      • আমি ক্লিক করলে কিন্তু কাজ করে। আর ইউটিউবের লিঙ্ক জানিনা এটা আমার ফেইস্‌বুকে আপলোড করেছিলাম শিশু লালন পালন গ্রুপ এর শিবলী ভাইয়ের ভিডিও।

        আমার "ধর্ষন কী এবং করনীয়" ব্লগের নিচের দিকে ফেইস্‌বুক থেকে ডাউনলোডের সিস্টেম দেওয়া আছে দেখতে পারেন http://www.tarunyo.com/dada/blog/rape/
    • আপনাকে ধন্যবাদ।হ্যাঁ আপনি যে ভিডিও লিংক দেন তার সব গুলো কাজ করে না।এর আগে একটা লিংক দিয়েছিলেন কিভাবে বাচ্চাদের এই বিষয় টা বোঝাতে হবে।সেটা আমি দেখেছি কিন্তু ওটা লোড করতে পারিনি।যদি ওটা YouTube a থাকে তাহলে সেভ করতে পারব।আপনি লিংক না দিয়ে কি লিখে সার্চ করব তা দেন।
  • বেশ কয়েকটি বানান টাইপিং মিস্টেক হয়েছে।
 
Quantcast