www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাসি

হঠাৎ তোমার হাসি,
রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে।
বহু দিন দেখি না তোমায়,
আমার এই তৃষিত নয়নে।

হঠাৎ ঐ তোমার হাসি,
ঘোর লাগায় মোর মনে।
ইচ্ছে করে চেয়ে থাকি,
অযুত লক্ষ বছর ধরে।

তোমার ঐ হাসিতে,
দেখেছি কিশোরীর তৃপ্তি।
যে কিনা হাসে ছাড়িয়ে সব ব্যপ্তি।

হাসিতে তোমার কামনার ছায়া,
যে দেখে সে করবে মায়া।
পারি না নিজেকে রাখতে বাধা,
তোমার হাসি যেন আগুন লাগা।

বুঝি না মাঝে হাসির ভাষা ,
চকিত চোখে শুধু চেয়ে থাকা।
হাসিতে তোমার দুষ্ট মাখা,
মাঝে মাঝে দেখা যায় কষ্টের রেখা।

তোমার হাসিতে লাগে পালে হাওয়া,
প্রেমতরী বয়ে যায় চলে আঁকাবাঁকা।
হাসি যেন তোমার উড়াল পঙ্খি,
এই দেখি এই যেন দেয় আবার ফাঁকি।

হাসো তুমি যেন এক অভিমানী মেয়ে,
কিছু হাসিতে তোমার জল নেমে আসে।
হাসতে হাসতে তুমি ভাঙাও মোর মান,
তোমার ঐ হাসি দেখে জুড়ে যায় প্রাণ।

হাসি তোমার যেন রহস্য ঘেরা,
মাঝে মাঝে মোর মনে লাগে যেন দ্বিধা।
হাসিতে পার তুমি ছাড়িয়ে সব আভা,
তোমার হাসিতে পড়ে যায় সব সুর বাধা।

হাসিতে পাগল করেছ তুমি  আমাকে,
তুমি বীনা এই জীবন চলে কি করে।
জীবনে চায়না কিছুই তুমি শুধু ছাড়া,
তোমার হাসি দেখেই গড়বো জীবন ধারা।

ভালবাসি তোমায় ভালোবাসি তোমার হাসি ,
এই জীবনে তুমি ছাড়া সবকিছুই বাকি।
বিদায় নিতে চায় এই ধরনী থেকে,
মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব ! চমৎকার সুন্দর লেখনি ...খুব খুব খুব ভালো লাগলো ...।। মন ছুঁয়ে গেল ... অনেক অনেক অনেক শুভকামনা কবি।
    • কৃতজ্ঞতায় মস্তক অবনত।অশেষ ধন্যবাদ ভাই।খুবই খুশি হলাম।আশাকরি আমার আজকের ভাবনা য় আপনার উপস্থিতি পাবো ।
      • শরতের মতো স্নিগ্ধ। খুব ভালো লাগলো। আপনি ভাল ও সুস্হ থাকুন , কামনা করি সুস্বাস্হ্য ও দীর্ঘায়ূ জীবন ।
        • আমি খুবই ধন্য মনে করি নিজেকে আপনাকে কাছে পেয়ে।ভালবাসা আপনার জন্য অনিমেষ।সেই শুভকামনা সর্বদাই।আশাকরি আজকের ভাবনাতে আপনাকে কাছে পাবো।
  • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
    'হাসি' নিয়ে কী দারুণ কবিতা !

    হাসিতে কিশোরীর তৃপ্তি...কথাটা দারুণ লেগেছে...
    অনেক শুভেচ্ছা রইল কবি ।।
    • ধন্যবাদ আপনার প্রেরণা মূূলক মতামতে জন্য।আমি আপনাকে সত্যিই হিংসা করি।কেন জানেন? আপনি এতো সুন্দর সুন্দর মন্তব্য করেন, যা সত্যিই অপূর্ব! অনিমেষ ভালবাসা এবং শুভকামনা আপনার জন্য।
      • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
        হাহা...
        এভাবে বলাটা আপনার মহানুভবতাকেই প্রকাশ করে, প্রিয় সাখাওয়াৎ ।

        অনেক ভালো থাকুন...
        শুভ সকাল ।।
        • আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।খুবই খুশি হলাম।শুভ অপরাহ্ন।জানি না দেশে আজ শুভ কিছু হচ্ছে কিনা?
          • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
            আমরা শুভর প্রত্যাশায় প্রতিনিয়তই রই...
            তবুও আশায় আছি...

            শুভ সকাল, সাখাওয়াৎ ।।
            • আমার এখানে এখন সকল হলেও আপনার ওখানে অপরাহ্ন এখন।যাক সবসময়ই শুভকামনা আপনার জন্য।
              • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
                হাহা
                আমি আসলে জানি না, আপনার সাথে আমার সময়ের ব্যবধান কতো ।
                জিজ্ঞেস করলে সেটা যদি ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়, সেই ভয়ে জিজ্ঞেস না করাটাই শ্রেয় মনে করে এড়িয়ে যাই ।

                আপনার জন্যেও সবসময়ই শুভকামনা ।।
  • একদম ঠিক বলেছেন , মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে
  • אולי כולנו טועים ০৫/১০/২০১৩
    আপনার লেখা তো অসম্ভব রকমের সুন্দর ;
    নিয়মিত লিখছেননা কেন ?
    • হা হা হা!!! হাসালেন আপনি।এই যদি সুন্দর হয় সুন্দরকে কি বলবেন।আসলে অনেক কিছুই লিখি তবে তা মানসম্মত নয়।আগে প্রচুর লিখেছি।এখন একটু কমিয়ে দিয়েছি।যদিও সময় আছে।কিন্তু মন ইদানিং ভালো নেই।তারচেয়ে বড়কথা আমি প্রবাসী।তাই নিয়মিত হয়ে উঠছে না।অনেক কথাই বলে ফেললাম কিছু মনে নিবেন না।অশেষ ধন্যবাদ।।সেই সাথে অনিমেষ ভালবাসা।
      • אולי כולנו טועים ০৭/১০/২০১৩
        প্রবাস যদি বলেন -
        আমরা কেউই প্রবাসী নই ;
        এই পৃথিবীই আমাদের আবাস।

        আপনার লেখা সত্যিই অসাধারণ ll
  • খুব ভালো আকুল করা কবিতা
  • ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩
    ছান্দিক না দ্বান্দ্বিক বুঝলাম না ভাই
  • সহিদুল হক ০৩/১০/২০১৩
    ভালবাসার সুন্দর প্রকাশ।
    • ধন্যবাদ আমার মনের ভাবটা বুঝতে পারার জন্য।প্রতিটি প্রেমিকের মত আমিও চেষ্টা করেছি প্রিয়ার হাসির রহস্য উদ্ঘাটনের জন্য।
  • Înšigniã Āvî ০৩/১০/২০১৩
    দারুন কাব্য.....
    যা মন ছুঁয়ে যায়
 
Quantcast